প্রাথমিকে আরও ১৪০ জনের চাকরি বাতিল! বেতন বন্ধের সিদ্ধান্তে অনড় বিচারপতি

Written by SNS January 4, 2023 2:32 pm
কলকাতা ,৪ জানুয়ারী — শিক্ষক নিয়োগ মামলায় প্রচুর দুর্নীতির অভিযোগে উতপ্ত রাজ্য থেকে রাজনীতি। কলকাতা হাই কোর্টে একাধিক মামলা চলছে । বুধবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আরও ১৪০ জন শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্ট। এর আগে ৫৩ জনের চাকরি বাতিল করা হয়েছিল। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও ১৪০ জন শিক্ষকের চাকরি বাতিল এবং তাঁদের বেতন বন্ধের সিদ্ধান্তে অনড় রইলেন। অর্থাৎ মোট ১৯৩ জনের চাকরি বাতিল করা হল।

 গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬৯ জনকে বরখাস্ত করা হয়েছিল। তাও হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই।

  গত বছর যে মামলায় ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয় সেইসব চাকরিহারারা এরপর দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। কিন্তু শীর্ষ আদালত আবেদনকারীদের দাবি হাই কোর্টকে শুনতে বলেছিল। এদিন সেই শুনানিতেই নিজের সিদ্ধান্তে অনড় রইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।