শুধু জটিল অসুখ, স্বাস্থ্যসাথী’ আর নয় হার্নিয়া-দাঁতের চিকিৎসা  

Written by SNS September 11, 2022 1:58 pm

কলকাতা, ১১ সেপ্টেম্বর– এবার মমতা সরকার প্রদত্ত স্বাস্থ্যসাথী কার্ডের সীমানা কমানো হল। বেশ কিছু সাধারণ তথা নন- এমার্জেন্সি সার্জারির খরচ বাদ দেওয়া হল এই সুবিধা থেকে। হার্নিয়া সার্জারি, সাধারণ দাঁতের চিকিৎসা এবং নন-ইমার্জেন্সি সার্জারিগুলি স্বাস্থ্যসাথী  প্রকল্পের অধীনে বেসরকারি হাসপাতালে করা যাবে না। শুধুমাত্র জটিল অসুখের সার্জারির ক্ষেত্রেই মিলবে পরিষেবা। রাজ্যের স্বাস্থ্য বিভাগ একথা জানিয়েছে।

জানানো হয়েছে, হাইড্রোসিল সার্জারি, হার্নিয়া সার্জারি, ডেন্টাল স্কেলিং, ডেন্টাল ফিলিং, পাল্প ক্যাপিং, সব ধরণের ক্রাউন এবং ব্রিজ, প্রস্থেসিস কসমেটিক ডেন্টাল চিকিৎসায় স্বাস্থ্যসাথীর সুবিধে মিলবে না। তবে হার্নিয়ার জন্য যদি রোগীর জীবন ঝুঁকির মধ্যে থাকে, তাহলে তা করা যাবে। সাধারণ হার্নিয়ায় মিলবে না।  অ্যাপেনডিক্স অপারেশনও করা যাবে না।

পাশাপাশি, প্রস্থেটিকের ক্ষেত্রে ট্রমা, ক্যান্সার সার্জারি এবং ম্যাক্সিলোফেসিয়াল রোগীর জন্য কৃত্রিম অঙ্গের চিকিৎসা মিলতে পারে।