সঠিকভাবে দাঁতের যত্ন না নিলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তবে আশার কথা হল, দাঁত ব্যথা থেকে শুরু করে দাঁতের ক্ষয়, সমস্ত সমস্যারই সুনির্দিষ্ট চিকিৎসা রয়েছে। কিছুক্ষেত্রে অবশ্য দাঁত তোলার প্রয়োজন পড়ে। তবে বেশির ভাগ ক্ষেত্রে দাঁত উপড়ে ফেলার পরিবর্তে সঠিক চিকিৎসার মাধ্যমে তা রক্ষা করা সম্ভব। দাঁতকে রক্ষা করার জন্য সাধারণত ‘রুট ক্যানেল ট্রিটমেন্ট’ করা হয়ে থাকে।
গত ১৬ অক্টোবর ছিল বিশ্ব এনডোডোন্টিক দিবস। দাঁত নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। দাঁতের চিকিৎসাগুলির মধ্যে অন্যতম ‘রুট ক্যানেল ট্রিটমেন্ট’। এই পদ্ধতিতে প্রথমে দাঁতের ভিতর থেকে সংক্রমিত বা মৃত টিসু বের করা হয়। এরপর জীবাণুমুক্ত করার পর সেই স্থান বিশেষ উপাদান দিয়ে ভরাট বা সিল করে দেওয়া হয়।
দাঁত তুলে ফেলার বদলে এখন ক্রমেই ‘রুট ক্যানেল ট্রিটমেন্ট’ বা আরসিটি প্রক্রিয়া জনপ্রিয় হচ্ছে। তবে আর্থিক কারণে অনেকেই আরসিটি করানোর বদলে দাঁত তুলে ফেলেন। যদিও বিশেষজ্ঞদের মতে, কথায় কথায় দাঁত ফেলে দেওয়ার আত্মঘাতী ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ‘রুট ক্যানেল ট্রিটমেন্ট’-এর মাধ্যমে দাঁত ব্যথা, ফোলা অথবা সংক্রমণ নিয়ন্ত্রিত হয়। এর মাধ্যমে বহু বছর দাঁতকে কার্যকর রাখা সম্ভব।
‘রুট ক্যানেল ট্রিটমেন্ট’ করার সময় কয়েকটি দিক মাথায় রাখা উচিত। অনুমোদিত ও দক্ষ চিকিৎসকের কাছে ‘রুট ক্যানেল ট্রিটমেন্ট’ করলে সফলতার হার বেশি হয়। এছাড়া ‘রুট ক্যানেল ট্রিটমেন্ট’ এর পর ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। এর পাশাপাশি কোনও ব্যথা বা কষ্ট না হলেও বছরে অন্তত একবার ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এতে রোগের শুরুতেই ব্যবস্থা নেওয়া যায়।