• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অগ্নিপথে সুপ্রিম কোর্টের ‘বৈধ’ সিলমোহর  

দিল্লি, ১০ এপ্রিল– অগ্নিপথে সুপ্রিম কোর্টের সিলমোহর। কেন্দ্রের এই প্রকল্পকে ‘বৈধ’ বলে ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। চুক্তিভিত্তিক সেনা নিয়োগের এই প্রকল্পকে চ্যালেঞ্জ করে দু’টি আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। সোমবার তা খারিজ করল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। গত বছর চালু হয় অগ্নিপথ প্রকল্প । এই প্রকল্পে ৪৫ থেকে ৫০ হাজার সেনাকে প্রতিবছর

দিল্লি, ১০ এপ্রিল– অগ্নিপথে সুপ্রিম কোর্টের সিলমোহর। কেন্দ্রের এই প্রকল্পকে ‘বৈধ’ বলে ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। চুক্তিভিত্তিক সেনা নিয়োগের এই প্রকল্পকে চ্যালেঞ্জ করে দু’টি আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। সোমবার তা খারিজ করল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

গত বছর চালু হয় অগ্নিপথ প্রকল্প । এই প্রকল্পে ৪৫ থেকে ৫০ হাজার সেনাকে প্রতিবছর নিয়োগ করা হবে। নিযুক্তরা চার বছর পর অবসর নেবেন। এদের মধ্যে ২৫ শতাংশকে আরও ১৫ বছরের জন্য নিয়োগ করা হবে। প্রকল্প ঘোষণার পরেই দেশজুড়ে তুমুল আন্দোলন শুরু হয়ে যায়। হিংসাত্বক আন্দোলনের জেরে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন কর্মপ্রার্থীকে। ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। এর আগে দিল্লি হাই কোর্ট কেন্দ্রের এই প্রকল্পকে ক্লিনচিট দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে । কিন্তু সেখানেও অগ্নিপথকে ‘বৈধ’ ঘোষণা করা হল।

Advertisement

প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, অগ্নিপথ প্রকল্প চালু করার আগে প্রতিরক্ষা বাহিনীর জন্য যাঁরা শারীরিক সক্ষমতা ও মেডিক্যাল পরীক্ষার মতো নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন, তাঁদের নিয়োগ পাওয়ার অর্জিত অধিকার নেই। জনস্বার্থে অগ্নিপথ প্রকল্পের বৈধতা বজায় রাখা প্রয়োজন। শীর্ষ আদালতের এই বেঞ্চ আরও জানায়, দিল্লি হাই কোর্ট এই মামলার সব দিক খতিয়ে দেখেছে। তাই এর রায়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে চায় না। তবে অগ্নিপথ প্রকল্প চালুর আগে বায়ুসেনায় নিয়োগ সংক্রান্ত তৃতীয় মামলাটি শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত। যার শুনানি আগামী ১৭ এপ্রিল।

Advertisement

 

Advertisement