• facebook
  • twitter
Friday, 13 December, 2024

ইতিহাস গড়ল মনিপাল হাসপাতাল! সত্তরোর্ধ্ব বৃদ্ধ পেলেন নতুন জীবন

বয়স্ক ওই রোগী এক্সট্রা করপরিয়াল মেমব্রেন অক্সিজেনেসন (ইকমো) ইউনিটে ছিলেন।

ইতিহাস তৈরী করল মনিপাল হাসপাতাল। ৭১ বছর বয়সী একজন ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে জীবন ফিরিয়ে দিল কলকাতার মনিপাল ব্রডওয়ে ইউনিট। বয়স্ক ওই রোগী এক্সট্রা করপরিয়াল মেমব্রেন অক্সিজেনেসন (ইকমো) ইউনিটে ছিলেন, যেই ইউনিট কোভিড-১৯ এর সময়ে ৫০% এর বেশি সাফল্যের হার দেখেছিল। এই মিরাকেল সম্ভব হয়েছে যেই টিমের জন্য, সেটায় নেতৃত্ব দিয়েছেন ডঃ সুশ্রুত বন্দ্যোপাধ্যায়, বিভাগীয় প্রধান – আইসিইউ এবং ক্রিটিক্যাল কেয়ার; ডঃ রাজর্ষি রায়, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট; এবং, একটি মাল্টিডিসিপ্লিনারি স্পেশালিস্ট প্যানেল, যার মধ্যে ছিলেন – ডঃ শুভাশিস গাঙ্গুলি, কনসালটেন্ট, ইন্টারনালমেডিসিন; ডঃ শুভাশিস রায়চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজি; ডঃ রঞ্জন সরকার, সিনিয়র কনসালটেন্ট, নেফ্রোলজি; ডঃ দেবরাজ যশ, বিভাগীয় প্রধান – পালমনোলজি (রেসপিরেটরি এবং স্লিপমেডিসিন); ডঃ অশোক ভার্মা, কার্ডিয়াক অ্যানস্থেটিস্ট; ডঃ সুজিত চৌধুরী, বিভাগীয় প্রধান – মেডিক্যাল গাস্ট্রোএনট্রোলজি; ডঃ কৌশিক দাস, কনসালটেন্ট – ইএনটি, হেড ও নেক সার্জন; ডঃ দেবায়ন তরফদার, কনসালটেন্ট – ইএনটি; এবং ডঃ শুভ্র গাঙ্গুলি, কনসালটেন্ট – ইএনটি।