জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কি হবে?

মারণ ভাইরাস করােনা সংক্রমণ এড়াতে আগেই চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘােষণা হয়েছে। তবে মূল্যায়ন পদ্ধতিতে পড়ুয়াদের বিবেচনা করা হবে।

Written by SNS Kolkata | June 9, 2021 11:25 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

মারণ ভাইরাস করােনা সংক্রমণ এড়াতে আগেই চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘােষণা হয়েছে। তবে মূল্যায়ন পদ্ধতিতে পড়ুয়াদের বিবেচনা করা হবে। সাধারণত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয় মার্চ-এপ্রিল মাসে।

তবে এবার বাংলায় বিধানসভার ভােট থাকায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়নি। আগামী ১১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে রাজ্য সরকার কোনও নির্দেশিকা জারি না করলে সংশ্লিষ্ট বাের্ড এখনও পরীক্ষা সূচি নিয়ে কোনও ঘােষণা করেনি।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, টেকনােলজি, আর্কিটেকচার, ফার্মেসি নিয়ে পড়াশােনার সুযােগ মেলে। আগেই সিবিএসই-এর দশম থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা সহ আইসিসি বাের্ড এর পরীক্ষা স্থগিত হয়েছে। আইপিএসই এবং আইএএসসি পরীক্ষা বাতিল ঘােষণা করা হয়েছে আচমকা।