উচ্চমাধ্যমিকে সাপ্লিমেন্টারির সুযোগ

Written by SNS April 20, 2024 12:33 pm

নিজস্ব প্রতিনিধি– কলেজের মতোই এবার উচ্চ মাধ্যমিকের সেমেস্টার ব্যবস্থাতেও ‘সাপ্লি’ থাকতে চলেছে৷ নয়া সেমেস্টার পদ্ধতি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ ফলে, এবার থেকে আর একটি বিষয়ে অনুত্তীর্ণ পড়ুয়াদের বছর নষ্ট হবে না৷ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে একটি বিষয় ফেল করলে, সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা৷ অবশ্য তা প্রথম এবং তৃতীয় সেমেস্টারের জন্যই প্রযোজ্য হবে৷
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, উচ্চমাধ্যমিকের কোনও পরীক্ষায় যদি কোনও পরীক্ষার্থী একটি বিষয় অনুত্তীর্ণ হন, সেক্ষেত্রে পরবর্তী সেমেস্টারে তিনি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন৷
সংসদের তরফে জানা গিয়েছে, একটি সেমেস্টারে পাশ করতে গেলে, পড়ুয়াকে ৫টি বিষয়ের প্রতিটিতেই ৩০ শতাংশ নম্বর পেতে হবে৷ কোনও একটি বিষয়ে নির্ধারিত পাশ নম্বরের থেকে পাঁচ শতাংশ কম নম্বর পেলেও পাশ করার বিশেষ সুযোগ থাকছে৷ সেক্ষেত্রে কোনও পড়ুয়া যদি প্রথম বা তৃতীয় সেমেস্টারে কোনও বিষয়ে পাশ নম্বর না পেতে পারেন, তাহলে তাঁকে পরবর্তী (দ্বিতীয় বা চতুর্থ) সেমেস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে হবে৷

ওদিকে পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের ধরনের মতো এবার থেকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার সময়ও বেশ কিছুটা বদল করা হয়েছে৷ এবিষয় সংসদ জানিয়েছে, একাদশের প্রথম ও দ্বাদশের তৃতীয় পরীক্ষা হবে ১ ঘন্টা ১৫ মিনিটের৷ আর একাদশের দ্বিতীয় ও দ্বাদশের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দু’ঘণ্টার হবে৷ এছাড়া থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষার নির্দিষ্ট সময় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷ ­