বৃত্তিমূলক শাখার বারাে ক্লাসের পড়ুয়ারাও পাচ্ছে ট্যাব

রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের প্রায় নয় লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে ট্যাব অথবা স্মার্টফোন দেওয়ার কথা আগেই ঘােষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

Written by SNS Kolkata | February 11, 2021 4:27 pm

প্রতিকি ছবি (File Photo: iStock)

রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের প্রায় নয় লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে ট্যাব অথবা স্মার্টফোন দেওয়ার কথা আগেই ঘােষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। অতিমারীতে যাতে তাদের উচ্চ মাধ্যমিকের পঠন-পাঠন ব্যাহত না হয়, সেজন্যই এই পরিকল্পনা ছিল রাজ্য সরকারের।

এবার সেই তালিকায় যুক্ত হল বৃত্তিমূলক শাখার রেগুলার কোর্সে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের নাম। বিধানসভা ভােটের আগেই এই ট্যাব বা স্মার্টফোন বৃত্তিমূলক শাখার বারাে ক্লাসের পড়ুয়াদের মধ্যে বিতরণের কাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে।

সরকারের এই সদিচ্ছার প্রশংসা করেছেন সরকারি কর্মচারী অ্যাসােসিয়েশনের প্রাক্তন কর্মকর্তা মনােজ চক্রবর্তী।