চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে এসএসসি

Written by SNS April 25, 2024 12:03 pm

নিজস্ব প্রতিনিধি– বুধবার কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল এসএসসি কর্তৃপক্ষ৷ গত ২০১৬-এর এসএসসি পরীক্ষায় প্রায় ২৬ হাজার পরীক্ষার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেল স্কুল সার্ভিস কমিশন৷ এদিন শীর্ষ আদালতে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে৷ গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয়৷ এরফলে চাকরি যায় ২৫ হাজার ৭৫৩ জনের৷ মেয়াদ উত্তীর্ণ চাকরিপ্রাপকদের চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয়েছে৷ হাইকোর্টের এই রায় প্রকাশ্যে আসার পর গত সোমবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়ে দিয়েছিলেন, হাইকোর্টের এই রায়ে তিনি খুশি নন৷ এরপরই আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে কমিশনের চেয়ারম্যান৷ শেষ পর্যন্ত এদিন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল এসএসসি৷ পাশাপাশি রাজ্য সরকারের তরফেও স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে৷ কলকাতা হাইকোর্টের মূল মামলাকারীরা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন একতরফা শুনানি রুখতে৷ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার গত সোমবার জানিয়েছিলেন, পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে৷ কিন্ত্ত তার জন্যে কেন ১৯ হাজার জনের চাকরি বাতিল হবে? কমিশনের মতে, কতজনের অবৈধভাবে চাকরি বাতিল হয়েছে তার একটা হিসাব দেওয়া হয়েছিল৷ তারপরও কেন পুরো প্যানেল বাতিল করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে স্কুল সার্ভিস কমিশন৷ এখন দেখার সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে কি জানায়?