• facebook
  • twitter
Sunday, 11 May, 2025

যে বই পড়বই: বড় বড় তারাদের ছোট ছোট গল্প

করোনা-মহামারী পরবর্তী সময়ে ইন্টারনেট, মোবাইল, ট্যাব এবং কম্পিউটারের মাধ্যমে অনলাইন শিক্ষার গুরুত্ব অনেকটাই বেড়ে যাওয়ার কারণে।

নিজস্ব চিত্র

বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে আধুনিক প্রজন্মের পড়ুয়াদের মধ্যে ছাপা-বই পড়ার প্রবণতা অনেকটাই কমছে। করোনা-মহামারী পরবর্তী সময়ে ইন্টারনেট, মোবাইল, ট্যাব এবং কম্পিউটারের মাধ্যমে অনলাইন শিক্ষার গুরুত্ব অনেকটাই বেড়ে যাওয়ার কারণে। ফলে, কমেছে ছাপা-বই পড়ার অভ্যেস। এই বইয়ের লেখক, সৌমেন মন্ডল নিজে আইআইটি ভুবনেশ্বর থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর। বর্তমানে, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে গবেষক হিসেবে কর্মরত। তাঁর কথায়, “বাংলা ভাষায় মৌলিক বিজ্ঞানচর্চার লক্ষ্য নিয়ে তাঁর এই প্রচেষ্টা”। এই বইতে তুলে ধরা হয়েছে পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণাগুলিকে সরল ভঙ্গিমায় ও স্বচ্ছতার সঙ্গে। বিজ্ঞান বিষয়ে আগ্রহী-পড়ুয়া, বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের কাছে।

আধুনিক বিজ্ঞানচর্চার শুরু থেকেই বিজ্ঞানী এবং দার্শনিকদের কাছে সবচেয়ে জানার ও কৌতূহলের বিষয় ছিল – আমাদের সব চেয়ে কাছের নক্ষত্র সূর্যকে নিয়ে। মূলত, সূর্যকে জানার চেষ্টাতেই বিজ্ঞানের একাধিক মৌলিক আবিষ্কার সম্ভব হয়েছে। তাই, এই বইয়ের শুরু হয়েছে আমাদের সবচেয়ে কাছের ‘তারা’ – সূর্য ও তার সমস্ত প্রাসঙ্গিক তত্ত্ব ও তথ্যের বিশ্লেষণ দিয়ে। সমগ্র বইটি পরিশিষ্টসহ ন’টি অধ্যায়ে বিভক্ত। অধ্যায়ের নামগুলিও বেশ দৃষ্টি-আকর্ষক। যেমন, “শেষ হয়েও হইল না শেষ”, “কী লুকাইছে অন্তরে”, “অসম্ভবই সম্ভব” ইত্যাদি। লেখকের কথায়, বইয়ের বিষয়বস্তু অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পদার্থবিদ্যার পাঠক্রমকে মাথায় রেখে নির্বাচন করা হয়েছে। প্রয়োজনে, একটু উচ্চতর পদার্থবিদ্যার তত্ত্ব ও তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে এই বইটিতে।

পদার্থবিদ্যার সরল ও জটিল বিষয়গুলিকে বর্ণনা করার জন্য লেখক দু’টি বাস্তব চরিত্রের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছাতে চেষ্টা করেছেন। তাঁরা হলেন সুহৃদ ও সমাপ্তি। মূলত, সমাপ্তির বিভিন্ন প্রশ্নের উত্তরে, সুহৃদ – পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলিকে গল্পের মতন করে পাঠকের কাছে পৌঁছানোর চেষ্টা করে গেছেন। তবে, তাঁদের বয়স নিয়ে সাধারণ পাঠকের কাছে একটি বিভ্রান্তি হতে পারে। কখনও তাঁদের মনে হয়েছে – কিশোর-কিশোরী। আবার কখনও একটু বয়সে বড় – কোনও তরুণ-তরুণী। বইটিতে যেমন রয়েছে পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বকথা; ঠিক যেখানে যেখানে প্রয়োজন, রয়েছে উপযুক্ত সমীকরণ, ডায়াগ্রাম, বিজ্ঞানীদের ফটোগ্রাফ এবং বৈজ্ঞানিক ফলাফলের বিশ্লেষণ। সব মিলিয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা কলেজের পড়ুয়াদের কাছে পদার্থবিজ্ঞানের তত্ত্বকথাগুলি আকর্ষক ভঙ্গিমায় পরিবেশিত হয়েছে এই বইটিতে।

বড় বড় তারাদের ছোট ছোট গল্প।
লেখক: সৌমেন মন্ডল।
প্রকাশক: প্রসেনজিৎ কোনার, অন্বেষণ পাবলিশার্স।
মূল্য: ২৭০ টাকা।