• facebook
  • twitter
Monday, 24 March, 2025

কলকাতার মস্তান

দিনের পর দিন পরিশ্রম করে কলকাতার মস্তানির ইতিহাসকে অন্যমাত্রায় নিয়ে গেছেন সৌরভ গুহ। বইমেলায় প্রকাশ পেয়েছে বইটি। বইটির প্রকাশক ব্ল্যাকলেটার্স।

এ কলকাতার নিচে আছে আর একটা কলকাতা। সেই কলকাতা বড় অন্ধকার। যেখানে অনেকের দৃষ্টি এখনও পৌঁছয়নি। সেই কলকাতায় মস্তানির সালতামামি নিয়ে হাজির হয়েছেন সৌরভ গুহ। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে মাস্তানদের ঠিকুজি-কুষ্টি পাওয়া যাবে এই বইতে। ফাটাকেষ্ট থেকে রাম চ্যাটার্জি, হেমেন মণ্ডল থেকে ডন জারবাতি সকলের মস্তানির ইতিহাস লিপিবদ্ধ হয়েছে ‘কলকাতার তলপেট মস্তানির একাল সেকাল’ বইটিতে। শুধু লেখাই হয় বইটি সেজে উঠেছে দুর্দান্ত সব ছবিতে। দিনের পর দিন পরিশ্রম করে কলকাতার মস্তানির ইতিহাসকে অন্যমাত্রায় নিয়ে গেছেন সৌরভ গুহ। বইমেলায় প্রকাশ পেয়েছে বইটি। বইটির প্রকাশক ব্ল্যাকলেটার্স।