• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

আজ আইসিএসই’র দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ 

আজ অর্থাৎ শনিবার বেলা ৩ টে নাগাদ আইসিএসই এবং আইএসসি বাের্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হচ্ছে। 

প্রতীকী ছবি (File Photo: iStock)

আজ অর্থাৎ শনিবার বেলা ৩ টে নাগাদ আইসিএসই এবং আইএসসি বাের্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হচ্ছে। 

মারণ ভাইরাস করােনা আবহে এই দুটি বাের্ডের পরীক্ষা বাতিল ঘােষণা করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ জুলাইয়ের মধ্যে কাউন্সিলকে মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

পড়ুয়ারা results.cisc.org, cisce.org তে ফলাফল জানতে পারবে তাদের ইউনিক কোড ব্যবহার করে। 

Advertisement

পাশাপাশি ০৯২৪৮০৮২৮৮৩ নাম্বারে icse-ice স্পেস লিখে ইউনিক কোড দিয়ে এসএমএস করলে ফলাফল জানতে পারবে বলে জানিয়েছে কাউন্সিল কর্তৃপক্ষ।

Advertisement