পিছিয়ে যাচ্ছে সিবিএসই দশমের ফল প্রকাশ 

সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ আপাতত হচ্ছে না। কারণ, ৩০ জুন পর্যন্ত নম্বরের তালিকা পাঠানাের সময়সীমা বাড়িয়েছে বাের্ড।

Written by SNS New Delhi | May 19, 2021 5:44 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ আপাতত হচ্ছে না। কারণ, ৩০ জুন পর্যন্ত নম্বরের তালিকা পাঠানাের সময়সীমা বাড়িয়েছে বাের্ড। 

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ৫ জুনের মধ্যে পিরিওডিক্যাল পরীক্ষা বা ইউনিট টেস্ট, হাফ ইয়ারলি পরীক্ষা ও প্রি-টেস্টের উপর ৮০ শতাংশ নম্বর এবং ১১ জুনের মধ্যে অভ্যন্তরীণ মূল্যায়নের ২০ শতাংশ নম্বর জমা দিতে হবে। 

তবে, সেই তালিকা ৩০ জুন পর্যন্ত বর্ধিত হওয়ার স্বাভাবিকভাবেই ফল প্রকাশের দিন পিছিয়ে যাবে।