আগামী সপ্তাহে মাদ্রাসা ও হাই মাদ্রাসার ফলাফল

আগামী ২২ তারিখ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। ২৩ জুলাই মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফলাফল প্রকাশের তারিখ জানাল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদ।

Written by SNS Kolkata | July 16, 2021 11:35 am

প্রতীকী ছবি (Photo: Indrajit Roy/IANS)

করােনা আবহে এবার মাধ্যমিক, উচচমাধ্যমিক এবং সমতুল্য সব পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ পাবে। এবার পরীক্ষা হয়নি। যে কারণে মূল্যায়ন পদ্ধতিই পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে হাতিয়ার হতে চলেছে। 

আগামী ২২ তারিখ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। ২৩ জুলাই মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফলাফল প্রকাশের তারিখ জানাল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদ। ২৩ তারিখ ফলাফল পাওয়া যাবে ওয়েবসাইটে। 

মাদ্রাসা বাের্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে, ২৩ জুলাই হাই মাদ্রাসা, মাদ্রাসা, আলিম, ফাজিলের ফলাফল পরীক্ষার্থীরা দেখতে পাবে ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া এসএমএস করেও ফলাফল জানা যাবে। www.wbbme.org, www.wbresults.nic.in, WWW.exametc.Com এই ওয়েবসাইটগুলিতে বেলা ১২টার পর ফল জানা যাবে।

WBBME লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ৫৬০৭০ তে পাঠালে পড়ুয়ারা ফলাফল জানতে পারবে। উরবঙ্গের মালদহ, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এই সব জেলার মাদ্রাসা অফিসগুলিতে অ্যাডমিট কার্ড দেখিয়ে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে ২৩ তারিখ বেলা ১টার পর থেকেই।