সোনিয়া গান্ধি তাঁর এক দশকের শাসনের স্মৃতি কি ভুলে গেছেন?কয়েকদিন আগে রায়বেরিলি থেকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ইউপিএ চেয়ারপার্সন ও প্রাক্তন কংগ্রেস সভানেত্রী (যে মুকুট তিনি তাঁর পুত্রের হাতে তুলে দিয়েছেন) খুব আনন্দের সঙ্গে ২০০৪এর নির্বাচনের কথা স্মরণ করেছেন। তিনি একথাই বলতে চেয়েছেন যে নরেন্দ্র মোদী অপ্রতিরোধ্য নন, সেই সঙ্গে তিনি ও মনমোহন সিং মিলে অটলবিহারী বাজপেয়ীর সরকারকে ঘিরে গড়ে ওঠা ‘শাইনিং ইন্ডিয়া’ ভাবমূর্তি কীভাবে চুরমার করে দিয়েছিলেন তা ব্যাখ্যা করেছেন।সত্যি কথা বলতে কী, প্রত্যেক রাজনীতিকই নিজস্ব পছন্দের বিষয়ই বেছে বেছে স্মরণ করে থাকেন। নরেন্দ্র মোদি অপ্রতিরোধ্য কিনা সাংবাদিকরা তা জানতে চাইলে সোনিয়া বলেন, ‘আদৌ নয়।২০০৪ এর কথা ভুলে যাবেন না। ২০০৪ এ বাজপেয়ীকে অপ্রতিরোধ্য মনে করা হয়েছিল, কিন্তু আমরা জিতেছিলাম।’ কিন্তু সোনিয়া তাঁর ১০বছরের ইউপিএ আমলের কথা কিছু বললেন না, যে সময়টার তিনি তাঁর প্রধানমন্ত্রীকে নিয়ে যৌথভাবে ইউপিএ সরকারের নেতৃত্ব দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর তুলনায় বেশিই প্রভুত্ব করেছেন। কিন্তু সেই ইউপিএকে এমন বিপর্যয়কর অবস্থার মধ্যে নিয়ে গিয়েছিলেন, যা থেকে উদ্ধার পেতে রাহুল ও তাঁর দল হিমশিম খাচ্ছে.২০০৪-২০১৪ এর সাফল্য তুলে না ধরার ব্যাপারে সোনিয়া ও রাহুলের মধ্যে একটা সাদৃশ্য আছে, যার কোনও ব্যাখ্যা নেই। তাহলে কি তাঁরা স্বীকার করে নিচ্ছেন যে ইউপিএ আমলের বড়াই করার মতো কোন সাফল্য নেই? জোটের তো ছিন্নভিন্ন অবস্থা, মায়াবতী ও অখিলেশ প্লেগের মতো কংগ্রেসকে এড়িয়ে চলছেন এবং বিজেপির সঙ্গে সম্পর্কে একটা টানাপোড়েন রয়ে গেছে, এমনকি উত্তর-পূর্বাঞ্চলেও কংগ্রেসের শক্তি নগণ্য হয়ে গেছে বলে মনে করা হচ্ছে।রাজধানীর মাত্র ৭টি লোকসভা আসনের সমঝোতার ব্যাপারে কোনও সমঝোতায় পৌঁছতে না পারার থেকে স্থানীয় ও জাতীয় নেতাদের ঔদ্ধত্যই ফুটে উঠছে।
সুশাসন কোয়ালিশন পরিচালনার চেয়েও বড় ব্যাপার। সেক্ষেত্রেও সোনিয়া-মনমোহন জুটি চূড়ান্তভাবে ব্যর্থ। পি চিদম্বরমের মতো মন্ত্রী অর্থনৈতিক সাফল্যের দাবি করলেও (যেমন দাবি এখন অরুণ জেটলি করছেন) ব্যবসায়ী সমাজ কিন্তু আকৃষ্ট হয়নি। কোল ব্লক ও টু-জি স্পেক্ট্রাম বন্টন ও ২০১০-এর কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি সরকারের ওপর ছায়াপাত করেছিল। রাফায়েল চুক্তিতে দুর্নীতি রাহুল গান্ধির প্রিয় বিষয় হলেও এটা বলা অসঙ্গত হবে না যে মনমোহন সিং ও একে অ্যান্টনি যদি নীতি-পঙ্গুত্বে আচ্ছন্ন না হতেন তাহলে ভার্তীয় বায়ুসেনার হাতে এতদিনে ওই ফরাসি যুদ্ধবিমান এসে যেত।বেছে বেছে স্মৃতিচারণের প্রসঙ্গে ফিরে এসে বলা যায় রাহুলকে এটাও জানতে হবে যে তাঁর পিতার আমলেও আম্বানিরা কর্পোরেট জগতে বিশেষ অনুগ্রহভাজনের মর্যাদা পেত। তাদের ‘অফ-সেট’এর জন্য কোনোদিন লালায়িত হতে হয়নি।