• facebook
  • twitter
Monday, 15 December, 2025

বিশ্বকাপ তিরন্দাজিতে ভারতের সোনা

শেষ পর্যন্ত মধুরা সাহসিকতার পরিচয় দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কারসন ক্রাহকে টপকে যান। এবারের বিশ্বকাপে মধুরার এই সাফল্য অবশ্যই প্রশংসা করার মতো।

বিশ্বকাপ তিরন্দাজিতে দুরন্ত সাফল্য পেলো কম্পাউন্ড বিভাগে ভারতের পুরুষ দল। শনিবার চিনের সাংহাইতে অনুষ্ঠিত বিশ্বকাপের এই বিভাগে সোনা জিতল ভারত। শুধু সোনার পদক নয়, এদিন একটি রুপো এবং ব্রোঞ্জ পদকও এসেছে ভারতের ঝুলিতে।

ভারতের হয়ে পুরুষদের কম্পাউন্ড বিভাগে অংশ নেন ভারতের অভিষেক ভার্মা, ওজস দেওতালে এবং ঋষভ যাদব। ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে মেক্সিকোকে ২৩২-২২৮ হারিয়ে দেন ভারতের প্রতিনিধিরা। তবে ভারতের মহিলারা ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত মেক্সিকোর কাছে হেরে গিয়ে রুপোর পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। ভারতের মেয়েরা দুরন্ত লড়াই করেছে মেক্সিকোর বিরুদ্ধে। শেষ পর্যন্ত ২২১-২৩৪ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ে ভারত দ্বিতীয় স্থানে পৌঁছয়।

Advertisement

এছাড়াও এদিন মিক্সড কম্পাউড তিরন্দাজিতে দলের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন অভিষেক বর্মা এবং মধুরা ধামানগাঁওকার। তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে তাঁরা হারান মালয়েশিয়ার জুটিকে। বিশ্বকাপ তিরন্দাজি স্টেজ-২-তে ভারতের মেয়ে মধুরা ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের কৃতিত্ব দেখান। এই নিয়ে তিনি আরও দু’টি পদক জিতেছেন।
শনিবার ফাইনালে মধুরা মুখোমুখি হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কারসন ক্রাহের সঙ্গে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত মধুরা ১৩৯-১৩৮ পয়েন্টের ব্যবধানে বাজিমাত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের তিরন্দাজির বিরুদ্ধে। ২৪ বছর বয়সী মধুরা প্রথম দিকে বেশ চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন। এমনকি ফাইনাল রাউন্ডে ১০-৯ এগিয়ে গিয়েছিলেন। একটা সময় বেশ কিছু পয়েন্টে পিছিয়ে থাকেন তিনি।

Advertisement

শেষ পর্যন্ত মধুরা সাহসিকতার পরিচয় দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কারসন ক্রাহকে টপকে যান। এবারের বিশ্বকাপে মধুরার এই সাফল্য অবশ্যই প্রশংসা করার মতো। আর মধুরার এই সোনা ভারতের চতুর্থ পদক।

এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিকে যুক্ত হতে চলেছে কম্পাউন্ড তিরন্দাজি। তার আগে এই সাফল্য বাড়তি ভারতীয় তীরন্দাজদের যে আত্মবিশ্বাস জোগাবে তা বলাই যেতে পারে।

Advertisement