• facebook
  • twitter
Friday, 13 June, 2025

বাঙালির ভাষা

এ বস্তু কোমরেও পরে। এ হল মাদুলি, যার মধ্যে দেবতার ফুল অথবা তুকতাকের অক্ষর লেখা কাগজ অথবা ভূর্জপত্র থাকে। ‘মাদুলি’ শব্দটি এসেছে সংস্কৃত *মর্দলিক (অর্থাৎ ছোট মাদল) থেকে।

ফাইল চিত্র

শ্রী সুকুমার সেন

পূর্ব প্রকাশিতর পর

বিয়ের সময় কনেকে সুতো দিয়ে মণিবন্ধ বেঁধে দেওয়া হয়। এ এক রকম সুতোর চুড়ি। বরের হাতও দেয়।
হাতের (এবং কখনো কখনো পায়েরও) আঙুলে পরা হয় ‘আঁওঠি’ বা আংটি। শব্দটি এসেছে * অঙ্গুষ্ঠিকা থেকে। (এখানে অঙ্গুষ্ঠ শব্দ সব আঙুল বোঝাচ্ছে)। মধ্য বাংলায় ‘মুদড়ি’ শব্দ পাওয়া যায় ইংরেজী signet ring অর্থে। শব্দটি এসেছে সংস্কৃত মুদ্রাটিক থেকে। (সংস্কৃতে ‘মুদ্রা’ শব্দ এসেছিল প্রাচীন পারসীক থেকে। সেখানে শব্দটির মানে ছিল মিশর দেশ।) হাতের পাঁচ আঙুলে আংটি পরে সে আংটি যদি সোনার সূত্র দিয়ে হতের কাঁকনের সঙ্গে জুড়ে দেওয়া হত তখন বলত রতনচূড় (অর্থাৎ রত্নের সরু সরু টুকরো)।

উপরের হাতে অথবা গলায় পরবার একটি বস্তুর কথা বলা আগে উচিত ছিল। এ বস্তু কোমরেও পরে। এ হল মাদুলি, যার মধ্যে দেবতার ফুল অথবা তুকতাকের অক্ষর লেখা কাগজ অথবা ভূর্জপত্র থাকে। ‘মাদুলি’ শব্দটি এসেছে সংস্কৃত *মর্দলিক (অর্থাৎ ছোট মাদল) থেকে। আকৃতিও মাদল-ঢোলের মতো। গলায় পদকের মতো হারের সঙ্গে এবং হাতে সূতো দিয়ে বা সোনার চেন দিয়ে পরা হয়। একরকম মাদুলিকে বলে মুড়কি মাদুলি। এ মাদুলির গা মুড়কির মতো খসখসে বলে এই নাম।

(ক্রমশ)