শ্রী সুকুমার সেন
পূর্ব প্রকাশিতর পর
অড়া, -ড়া, -ড়ী, -ড়ু, -ড়ে, কামড়, কোঁচড়, খিঁচুড়ি, খসড়া, গোমড়া, চামড়া, ছিবড়ে, জাপড়া, ঝোপড়া, ঝুপড়ি, তোবড়া, তুবড়ি, তুখোড়, ন্যাকড়া, নেকড়ি, নেকড়ে, ধর-পাকড়, ফাঁড়া, বাড়া, বাড়, বাড়ি, ভাড়া, জাড়া, জাড়ি,
অন্তা, অন্তি, উন্তি, যথা দেখন্তা, দেখুন্তি, পড়ন্ত, বাড়ন্ত, ফুটন্ত, জ্বলন্ত, নিখাউন্তি, ঝুলন্ত, নাচুন্তি, ফলন্ত, চলন্ত,
-ইয়ে (ইএ) যথা, কইয়ে বলিয়ে, গাইয়ে, নাচিয়ে বাজিয়ে, রাঁধিয়ে,
-উয়া, -ওয়া, -ও, ঘরুয়া, ঘরো, ঝড়ো, ভেঢ়ুয়া, মারুয়া, মেরো, পড়ুয়া, পড়ো, করুয়া, খেরুয়া, খেরো, জলুয়া, জোলো, টুলো, রেঢ়ো, হারুয়া, হেরো,
-ওলা, -উলি যথা, কয়লাওলা, খ্যাংড়াউলি, চাবিওলা, চুড়িওলা, ডানাওলা, বাড়িউলি, ফেরিওলা, ভেরিওলা, বাসনওলা, মশলাওলা, বাঁশিওলা, বাবড়িওলা, ছাতায়োলা, ঘুঘনিওলা,
-চা, -চ, -চি, -চে যথা, করচ, কালচে, কড়চা, খাম্চি, ঘামাচি, ঘেচি, চামচ, চাম্চে, পড়চা, ব্যাঙাচি, ভেঙ্চি, মর্চে, লালচে, নীলচে, ভাঙ্চি, নলচে।
গ) প্রথম শব্দটি বিশেষণ দ্বিতীয়টি বিশেষ্য (সংস্কৃতে ব্যাকরণে কর্মধারয় আমরা বলতে পারি প্রথমা তৎপুরুষ) যথা ভদ্রলোক, শুভক্ষণ, মঙ্গলঘট, ভালোমানুষ, কল্যাণকর্ম।
ঘ) প্রথম শব্দে কর্মকারক যথা মনমজান, চোখরাঙান, শিয়ালমারা, নেশাখোর, বাসনমাজা, দাঁতমাজা।
ঙ) প্রথম শব্দে করণ কারক যথা, হাতধরা, শানবাঁধান, দড়িবাঁধা, ঘৃতপক্ব, তৈলসিক্ত, দা-কাটা।
চ) প্রথম শব্দে সম্প্রদান কারক: গুরুদক্ষিণা, দেবপ্রণাম, পিতৃভক্তি, স্নান-যাত্রা।
ছ) প্রথম শব্দে অপাদান কারক। যথা: ঘরছাড়া, স্থানভ্রষ্ট, গৃহহারা, বৃক্ষচ্যুত, বিদেশাগত, শীত-কাতুরে, ব্যাঘ্রভীতি, নাড়িছেঁড়া, নিদ্রোত্থিতা, ইস্কুলপালান, সমুদ্রজাত, গৃহহীন।
জ) প্রথম শব্দে সম্বন্ধ পদ, অশ্বডিম্ব, বৃক্ষপ্ত্র, তরুমূল, রাজশাসন, আমসত্ব, তেঁতুলবিচি, ছাত্রপাঠ্য, পৌষপার্বণ, গঙ্গাজল।
ঝ) প্রথম শব্দে অধিকরণ কারক যথা, গাছ-পাকা, পথচলা, ঘরপোষা, ঘরজামাই, বনভোজন, রাতচরা।
ঞ) প্রথম শব্দ বিপরীতার্থক উপসর্গ ১. অ, অণ্-যুক্ত যথা অকাল, অচল, অটল, অভয়, অমানুষ, অযাত্রা, অরক্ষণীয়া, অলস, অশেষ, অশুভ, অসত্য, অহিত, অনন্ত, অনাদি, অনবহিত, অনাবৃত, অনন্য, অনর্থ, অনুকরণীয় অনৈক্য। ২. আ-যুক্ত যথা, আকাল, আভাগি, আদেখ্লা, আকাজ। ৩. নিঃ-, নির্-, নী-, নিশ্-, নিষ-, নিস-, নি-যুক্ত, নিঃশ্বাস, নির্বিকার, নিরতিশয়, নির্ধন, নিরামিষ, নিরন্তর, নির্ভীক, নীরব, নীরস, নিরীহ, নিশ্চল, নিষ্কারণ, নির্মাণ, নিষ্কলঙ্ক, নিস্তাপ, নিস্তেজ, নিমাই (‘‘ডরে নাম থুইল নি-মাই,’’ অর্থাৎ মাতৃহীন), নিকড়িয়া, নিঃখাউন্তি, নিখুঁত, নিখোঁজ।
(ক্রমশ)