• facebook
  • twitter
Monday, 21 April, 2025

বাঙালির ভাষা

তিন ধাতুর খাট পড়ল, মহাসুখে শয্যা ছাওয়া (=পাতা) হল। শবর নাগর, নৈরাত্মা নাগরী, প্রেমে রাত পুইয়ে গেল। মনোহর-তাম্বুল কর্পূর যোগে খাওয়া হল।

ফাইল চিত্র

শ্রী সুকুমার সেন

পূর্ব প্রকাশিতর পর

নিজের মাংসে হরিণ বেচারার (জগৎ) বৈরিতা।
এক মুহূর্তের জন্য বুভুক্ষু শিকার ছাড়ে না।
হরিণ বেচারার হরিণীর নিবাস জানা নেই।
হরিণী বলে পলাতক তুই শোন;
এ বন ছাড়া হোক। হত ভ্রমণকারী।
ত্রস্ত হরিণের খুর (ও) দেখা যায় না।
ভুসুকু বলেন মুষ্টিবদ্ধ হৃদয়ে (এর মর্ম প্রবেশ করে না।
…………..
নিসিঅ অন্ধারী মুসার চারা।
অমিঅ ভখঅ মুসা করঅ আহারা।। ধ্রু।।
মাররে জোইআ মুসা পবণা।
জেঁণ তুটঅ অবণা-গবণা।। ধ্রু।।
ভব বিন্দারঅ মুসা খণঅ গাতী।
চঞ্চল মুসা কলিআঁ নাশক থাতী।।
কলা মুষা উহ ণ বাণ।
গঅণে উঠি চরঅ অমণ ধাণ।।
তব যে মুষা উঞ্চল-পাঞ্চল।
সদ্গুরু-বোহে করিহ সো নিচ্চল।।
জবে মুষাএর চার তটুঅ।
ভুসুক ভণঅ তবেঁ বন্ধন ফিটঅ।। (রচয়িতা—ভুসুক)
নিশীথ অন্ধকার মূষিকের বিচরণ
অমৃত ভক্ষ্য মূষিক করছে আহরণ
মার রে যোগী-ব্যাটা মূষিক পবনকে
যাতে করে টুটে যায় আনা গোনা
সংসারের মুরুদ্বি মূষিক গর্ত খোঁড়ে
চঞ্চল মূষিক পাশার দান নাশের জন ওঁৎ পেতে থাকে
ইঁদুর কালো ওর (কোনো) রঙ নেই
মাচায় উঠে মূষিক আচরণ করে আনমনা ধ্যান
তখন পর্যন্ত মূষিক এঁজোল পেঁজোল (=হুটোপাটি) করে
(যতক্ষণ) তাকে গুরুর উপদেশে নিশ্চল না করা হয়,
যতক্ষণ মূষিকের বিচরণ টুটে যায়
ভুসুকু বলে তখনই বন্ধন ফিঁড়ে যায়।
……………
উঞ্চা উঞ্চা পাবত তঁহি বসই সবরী বালী।
মোরঙ্গি পীচ্ছ পরহিণ সবরী গীবত গুঞ্জরী মালী।।
উমত সবরো পাগল শবরো মা কর গুলী গুহাডা তোহৌরি।
ণিঅ ঘরণী ণামে সহজ সুন্দরী।।
ণাণা তরুবর মৌলিল রে গঅণত লাগেলি ডালী।
একেলী সবরী এ বণ হিন্ডই কর্ণকুন্ডল-বজ্রধারী।।
তিঅ-ধাউ খাট পড়িলা সবরো মহাসুহে সেজি ছাইলী।
সবরো ভুজঙ্গ ণআরামণি দারী পেহ্ন রাতি পোহাইলী।।
হিঅ তাঁবোলা মহাসুহে কাপুর খাই।
সুন নিরামণি কণ্ঠে লইআ মহাসুহে রাতি পোহাই।।
গুরুবাক পুঞ্চআ বিন্ধ ণিঅ মনে বাণেঁ।
একে শরসন্ধাণেঁ বিন্ধহ বিন্ধহ পরম নিবাণেঁ।।
উমত সবরো গুরুআ রোষে।
গিরিবর-সিহর সন্ধি পইসন্তে সবরা লোডির কইসেঁ।। (রচয়িতা—শবর?)
উঁচু উঁচু পাহাড়, তথায় বাস করে শবরী বালিকা।
ময়ূরপুচ্ছ পরা শবরী। গ্রীবায় গুঞ্জার মালা।
উন্মত্ত শবর (তুমি) পাগল (হয়েছে), গোল কোরনা,
গুহাবাড়ি তোমারি।
নিজের গৃহিণী তোমার, নামে সহজ-সুন্দরী।
নানা তরুবর মুকুলিত হয়েছে রে, (তাদের) গগনে লাগল ডাল
একলা শবরী এ বনে বেড়ায়, (সে) কানে কুন্ডল ও (কণ্ঠে)
হীরে ধারণ করেছে।
তিন ধাতুর খাট পড়ল, মহাসুখে শয্যা ছাওয়া (=পাতা) হল।
শবর নাগর, নৈরাত্মা নাগরী, প্রেমে রাত পুইয়ে গেল।
মনোহর-তাম্বুল কর্পূর যোগে খাওয়া হল।
শূন্য নৈরাত্মক গলায় জড়িয়ে মহা সুখে রাত পোহাল।
গুরুবাক (রূপ), পালক (যুক্ত) নিজমন রূপ বাণদ্বারা
এক শর সন্ধানে বিঁধে ফেল, বিঁধে ফেল পরম নির্বাণকে।
উন্মত্ত শবর গুরু(তর) রোষে।
গিরিবর শিখরের সন্ধিতে প্রবেশ করলে শবর (তার) সন্ধান
মিলবে কীসে?

(ক্রমশ)