• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের। মৃত যুবকের নাম আমিরুল লস্কর।

মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের। মৃত যুবকের নাম আমিরুল লস্কর। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। তাঁকে খুনের অভিযোগ উঠেছে এলাকারই কিছু যুবকের বিরুদ্ধে। চন্দনেশ্বর থানার পুলিশ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের মায়ের দাবি, অভিযুক্তরা সকলেই তৃণমূলের সঙ্গে যুক্ত। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

অভিযোগ, শুক্রবার রাতে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার চন্দনেশ্বর থানার বাকরি গাজীপুরের বাসিন্দা ওই যুবককে বাড়ি থেকে তুলে আনা হয়। এরপর তাঁকে পিটিয়ে খুন কর করা হয়। ঘটনা ধামাচাপা দিতে ওই যুবকের দেহ ফেলে দেওয়া হয় পুকুরে। শনিবার সকালে মাঠের মাঝখানে থাকা পুকুরে যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপর আমিরুলের পরিবারের সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করেন।

Advertisement

মৃতের মা আনিশা বিবি বলেন, ‘এলাকার কয়েকজনের সঙ্গে ছেলের ঝামেলা হয়েছিল। ওরা আমিরুলের নামে মোবাইল চুরির অপবাদ দেয়। অভিযুক্তরা সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। ওরাই রাতে বাড়িতে এসে ফের ফোন চুরি নিয়ে ঝামেলা শুরু করে। টেনে নিয়ে যায় ওকে। তারপরই মেরে ওর দেহ পুকুরে ফেলে দেয়। পিটিয়ে পিটিয়ে মেরেছে ওকে।’ মৃতের স্ত্রী বলেন, ‘বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে স্বামীকে।’ কী কারণে আমিরুলকে খুন করা হয়েছে, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি পুলিশ।

Advertisement

Advertisement