• facebook
  • twitter
Sunday, 20 July, 2025

নন্দীগ্রামে খাল থেকে মহিলার দেহ উদ্ধার

স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে নন্দীগ্রাম-২ ব্লকের মঙ্গলচকের হিজলি টাইডাল ক্যানালের জলে মহিলার দেহ ভাসতে দেখা যায়।

খাল থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। নন্দীগ্রাম-২ ব্লকের মঙ্গলচকের ঘটনা। জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে এই দেহ এল, কোথা থেকেই বা ভেসে এল, তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ক্যানেল থেকে মৃতদেহ দেহটি তোলা হয়েছে। প্রশাসন মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে নন্দীগ্রাম-২ ব্লকের মঙ্গলচকের হিজলি টাইডাল ক্যানালের জলে মহিলার দেহ ভাসতে দেখা যায়। কয়েকজন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। তাঁরা দেখেন, খালের জলে কিছু একটা ভেসে রয়েছে। কাছে যেতেই বুঝতে পারেন, জলের মধ্যে ভাসছে এক মহিলার দেহ।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে তা দেখতে পান। এর পরে তাঁরা নন্দীগ্রাম থানার পুলিশকে খবর দেন। ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। আশপাশের এলাকা থেকেও অনেক মানুষ জড়ো হতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মহিলার বয়স ২৯-৩০ বছর হবে।

স্থানীয় মানুষজনের বক্তব্য, মৃতদেহটি স্থানীয় কারোর নাকি বাইরের কোনও মহিলার, তা এখনও বোঝা যাচ্ছে না। তবে বেশ কয়েকদিন আগের মৃতদেহ বলেই দাবি স্থানীয়দের। প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যান। কিন্তু কী করে ওই মহিলার দেহ ওখানে এল, খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর বিষয়ে ধোঁয়াশা অনেকটাই কাটবে। তবে আপাতত মহিলার নাম-পরিচয় জানার উপরেই জোর দেওয়া হচ্ছে। কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আপাতত কেউ-ই ওই মহিলাকে চিনতে পারেননি বলেই খবর। সাতসকালে এই ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।