নিজের দুই সন্তানকে শিলনোড়া দিয়ে খুন করার অভিযোগ মায়ের উঠল বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে গেলে প্রথমে মৃত ঘোষণা করা হয় চার বছর বয়সি এক শিশুকে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আট বছর বয়সি আরেক শিশুর মৃত্যু হয় পরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, নদিয়ার করিমপুর থানার আনন্দপল্লী মধ্যপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সূর্য মজুমদার ও রিঙ্কি মজুমদারের দুই সন্তান। একজনের নাম তোজো, বয়স আনুমানিক আট। অপরজন চার বছরের পিয়ম মজুমদার। বুধবার রিঙ্কি মজুমদার তার দুই সন্তানকে মশলা তৈরির শিলনোড়া দিয়ে আঘাত করে। খবর পেয়ে বাড়ি পৌঁছে সূর্য মজুমদার দেখেন, গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে দুই সন্তান।
Advertisement
তড়িঘড়ি দুই সন্তানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শুরু হয় চিকিৎসা। পরবর্তী সময়ে তাদের অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় চার বছর বয়সি পিয়ম মজুমদারের। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত তোজো মজুমদারেরও মৃত্যু হয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, রিঙ্কি মজুমদার মানসিক ভারসাম্যহীন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত রিঙ্কি। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত মা রিঙ্কি বলেন, দুষ্টুমি করত। স্নান করতে চাইতো না ছেলেরা। তাই মেরেছি।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রিঙ্কি মজুমদারের মানসিক ভারসাম্যহীনতা বা পারিবারিক কলহ এই ঘটনার পিছনে কারণ হতে পারে। তবে, ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। শিশুদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত চলছে। এই ঘটনায় এলাকায় যথেষ্ঠ উত্তেজনা সৃষ্টি হয়েছে ৷
Advertisement



