• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টানা বৃষ্টিতে রাস্তায় জমে জল, নৌকা নিয়ে প্রতিবাদ বামেদের

টানা বৃষ্টি। রাস্তায় জমে জল। সঙ্গে নর্দমার নোংরা জল, আবর্জনা রাস্তায় ভেসে বেড়াচ্ছে। চরম দুর্ভোগে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা।

টানা বৃষ্টি। রাস্তায় জমে জল। সঙ্গে নর্দমার নোংরা জল, আবর্জনা রাস্তায় ভেসে বেড়াচ্ছে। চরম দুর্ভোগে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। হুঁশ নেই প্রশাসনের। অতিষ্ঠ হয়ে রাস্তায় নৌকা চালিয়ে রাস্তায় জাল ফেলে প্রতিবাদ জানায় বামপন্থীরা। ঘটনাটি নদিয়ার চাকদা এলাকার।

চাকদা শহর জলের তলায়। বৃহস্পতিবার চাকদা-বনগাঁ রাজ্য সড়কের ওপর বাম সংগঠন সিআইটিইউ, সারা ভারত ক্ষেত মজুর, সারা ভারত কৃষক সেবা, ছাত্র ফেডারেশন, যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে প্রতিবাদী ‘দুয়ারে নৌকা’ বের করেন তাঁরা। প্রায় ৩ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে রাখে বাম সংগঠনগুলি।

Advertisement

তাঁদের অভিযোগ, টানা ২ মাস ধরে জল জমে আছে চাকদা শহরে। কারোর হুঁশ নেই। প্রশাসন নিশ্চুপ সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী ভুক্তভোগী সবাই। তাই প্রশাসনের ঘুম ভাঙাতে ‘দুয়ারে নৌকা’ বের করা হয়েছে।

Advertisement

হাতে প্ল্যাকার্ড, রাস্তায় জমা জলে ধান গাছ লাগানো, জমা জলে বল নিয়ে খেলা— এইভাবে প্রতিবাদ দেখান তাঁরা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বাম সংগঠনগুলি।

Advertisement