মাত্র ১৫ মিনিটের ব্যবধানে বলরামপুরে দুটি ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে ১৮ নম্বর জাতীয় সড়কের দুটি পৃথক জায়গায় ডাকাতির ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে রাত আনুমানিক ৯টায় বুড়ার বাঁধ এলাকায়। এক দুধ ব্যবসায়ী দীপ গোপ জানিয়েছেন, দুধ বিক্রির পর প্রায় ১২ হাজার টাকা সংগ্রহ করে ফেরার পথে একটি বাইক তাঁর পথ আটকায়। ওই বাইকে দুই জন দুষ্কৃতী ছিল। তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে দীপের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঠিক ১৫ মিনিট পর রাত ৯টা ১৫ মিনিট নাগাদ একেবারে ফিল্মি কায়দায় মালতি মোড়ের কাছে একটি পেট্রোল পাম্পে ডাকাতি হয়।
পাম্পের মালিক হীরালাল বর্মণ জানান, দুটি বাইকে করে পাঁচ দুষ্কৃতী তাঁদের পাম্পে আসে। তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের কাছ থেকে প্রায় ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই দুটি ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের ধরতে সীমান্তবর্তী এলাকাগুলিতে জোরদার নাকা চেকিং করা হয়েছে, চলছে চিরুনি তল্লাশি। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সাংবাদিকদের বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। বেশ কিছু সূত্র পাওয়া গিয়েছে। আশা করছি খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে।’
Advertisement
Advertisement
Advertisement



