কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে ধরা পড়লেন দুই পরীক্ষার্থী। রবিবার কনস্টেবল নিয়োগের পরীক্ষা ছিল। এদিন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে ঢোকার সময় মোজার ভিতরে উত্তরপত্র লুকিয়ে রাখার অভিযোগে গ্রেপ্তার হন সুতপা হালদার নামের এক পরীক্ষার্থী। এরপরে সুতপাকে জিজ্ঞাসাবাদ করে আরও এক পরীক্ষার্থীকে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করে কাটোয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার মঙ্গলকোটের কুলসোনা গ্রামের বাসিন্দা সুতপা হালদার পরীক্ষা দিতে এসেছিলেন। দাঁইহাট বালিকা বিদ্যালয়ে তাঁর পরীক্ষার সিট পড়েছিল। বিদ্যালয়ে পরীক্ষা দিতে ঢোকার সময়ে কর্তব্যরত কর্মীরা সুতপার তল্লাশি নিলে তাঁর মোজা থেকে উত্তরপত্র খুঁজে পান। এরপরেই সুতপাকে আটক করে পুলিশ। সুতপাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, জাকির নামের এক ব্যক্তি তাঁকে উত্তরপত্র সরবরাহ করেন।
Advertisement
এরপরেই পুলিশ জাকিরের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, জাকির ও সুতপা দু’জনেই কাটোয়ার কাছারি রোডের একটি কোচিং সেন্টারে ট্রেনিং নিতেন। জাকিরও এই পরীক্ষা দিয়েছিলেন এবং তাঁর সিট পড়েছিল পূর্বস্থলী বালিকা বিদ্যালয়ে। সুতপার কথামতো পুলিশ রবিবার গভীর রাতে কাটোয়ার মুল্টি গ্রামে অভিযান চালিয়ে জাকির মণ্ডলকে গ্রেপ্তার করে। এরপরেই পুলিশ তদন্ত করে জাকিরের মোবাইল ফোন থেকে বেশ কিছু উত্তরপত্র খুঁজে পান। এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন কিনা তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
Advertisement
Advertisement



