হাওড়া স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করল গোলাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছে কোনও বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল না। ধৃতদের নাম আবদুল্লা আলি ওরফে আব্দুল (৩৫) এবং ফরিদা বেগম (৪৫)। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে দাবি করলেও, নাম ও বয়সের অমিল থাকায় পুলিশের সন্দেহ আরও গভীর হয়েছে। কী কারণে তাঁরা ভারতে ঢুকেছিলেন, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। কোনও নাশকতার পরিকল্পনা ছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত দু’জন বাংলাদেশ থেকে বসিরহাট হয়ে হাওড়ায় পৌঁছন। ভারত থেকে মায়ানমারে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের গতিবিধি দেখেই সন্দেহ হয় পুলিশের। এরপর ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, তাঁরা বাংলাদেশের বাসিন্দা। কোনও বৈধ পাসপোর্ট ও ভিসা তাঁরা দেখাতে পারেননি। এরপরই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। বিএসএফের নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে এলেন, তা খতিয়ে দেখছে গোলাবাড়ি থানার পুলিশ।