• facebook
  • twitter
Saturday, 12 July, 2025

দুঃস্থ রোগীদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ তৃণমূল কাউন্সিলরের

এবার দুঃস্থ রোগীদের পাশে দাঁড়ালেন মহিলা তৃণমূল কাউন্সিলর। রোগীদের হাতে নিজে তুলে দিলেন পুষ্টিযুক্ত খাবার। খুশি রোগীরা। লক্ষ্মী ওরাঁও। কল্যাণী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। কল্যাণী পৌরসভার একমাত্র আদিবাসী সম্প্রদায়ের মহিলা তৃণমূল কাউন্সিলার তিনি। করোনা অতিমারি হোক কিংবা নিজের ওয়ার্ড, মানুষের পাশে থেকেছেন সবসময়। কিন্তু কখনও প্রচারের আলোয় আসতে চাননি

এবার দুঃস্থ রোগীদের পাশে দাঁড়ালেন মহিলা তৃণমূল কাউন্সিলর। রোগীদের হাতে নিজে তুলে দিলেন পুষ্টিযুক্ত খাবার। খুশি রোগীরা।
লক্ষ্মী ওরাঁও। কল্যাণী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। কল্যাণী পৌরসভার একমাত্র আদিবাসী সম্প্রদায়ের মহিলা তৃণমূল কাউন্সিলার তিনি। করোনা অতিমারি হোক কিংবা নিজের ওয়ার্ড, মানুষের পাশে থেকেছেন সবসময়। কিন্তু কখনও প্রচারের আলোয় আসতে চাননি তিনি।

এবার দুঃস্থ রোগীদের পাশে থাকার পরিকল্পনা নিয়েছেন। যেমন পরিকল্পনা করেছেন, কাজেও করে দেখালেন। কল্যাণী জেএনএম হাসপাতালের দুঃস্থ রোগীদের নিজের হাতে তুলে দিলেন ডিম, ফল, দুধ। তৃণমূল কাউন্সিলর লক্ষ্মী ওরাঁও বলেন, ‘৪০০ জন দুঃস্থ রোগীদের হাতে ফল, ডিম, দুধ, হরলিক্স, বিস্কুট তুলে দিয়েছি। আপাতত সপ্তাহে ২ দিন রোগীদের খাবার সামগ্রী তুলে দেওয়া হবে। মানুষের সাহায্য পেলে আগামী দিনে ৭ দিনই রোগীদের হাতে খাবার সামগ্রী তুলে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে বহু দুঃস্থ রোগী চিকিৎসার জন্য ভর্তি হন। আর্থিক অসুবিধার কারণে কেউ সামান্য ফল কিনে দিতে পারেন না। সেই সকল রোগীদের পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগ।’

৮ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সেক্রেটারি রণজিৎ দাস বলেন, ‘এলাকার নাগরিকদের সহযোগিতায় আমরা এই খাবার সামগ্রী দুঃস্থ রোগীদের হাতে তুলে দিতে পেরেছি। আগামী দিনে নাগরিকদের সহযোগিতায় আমরা প্রতিদিন দুঃস্থ রোগীদের পাশে দাঁড়াতে পারব।’

রোগী সাইফুল মণ্ডল বলেন, ‘দুধ, কলা, ডিম, বিস্কুট, হরলিক্স দিয়েছেন কাউন্সিলর ম্যাডাম। আর্থিক অসুবিধার কারণে ভালো খাবার কিনে খেতে পারছি না। ওষুধ কিনব না ফল কিনে খাব? তাই এই খাবার পেয়ে খুব খুশি।’ কাউন্সিলর লক্ষ্মী ওরাঁও ছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী থানার আইসি দেবাশীষ পণ্ডা, কাউন্সিলর সুব্রত চক্রবর্তী।