২১ জুলাই শহিদ দিবসের জনসভার আগে জোরদার প্রচার তৃণমূল কংগ্রেসের। শহিদ দিবসের আর মাত্র ১ দিন বাকি, তার আগেই ২১ জুলাই ধর্মতলার জনসভা ঘিরে নদিয়ার কল্যাণীর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোরকদমে চালিয়ে যাচ্ছে তাদের প্রচার অভিযান। এবছরের শহিদ দিবস রাজনৈতিক দিক থেকে আরও গুরুত্ব বহন করছে, একদিকে সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন, অন্যদিকে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের মাতৃভাষায় কথা বলার জন্য হেনস্থার অভিযোগও উঠে এসেছে।
২১ জুলাইয়ের শহিদ দিবসকে কেন্দ্র করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির কল্যাণী বিশ্ববিদ্যালয় শাখার তরফ থেকে করা হয় পথসভা। উপস্থিত ছিলেন ওয়েবকুপা কল্যাণী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সুজয়কুমার মণ্ডল, সহ-সভাপতি নন্দকুমার ঘোষ। শিখাবন্ধু সমিতির কল্যাণী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অঞ্জন দত্ত, সম্পাদক সন্দীপ বাকুন্ডি।
Advertisement
এছাড়া কল্যাণী পৌরসভায় করা হয় সভা। সেখানে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি সহ অন্যান্য কাউন্সিলাররা। কল্যাণীর বিভিন্ন ওয়ার্ডে করা হয় সভা। ২১ জুলাই নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেসের নেতা,কর্মী, সমর্থকরা। কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকেও করা হয় সভা। কল্যাণী শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ হালদারের নেতৃত্বে এই সভার আয়োজন করা হয়। অন্যদিকে কল্যাণী ব্লকেও ২১ জুলাই নিয়ে করা হয় পথসভা।
Advertisement
২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিধানসভা নির্বাচনের দামামা বাজবে। এছাড়া বিরোধীদের সমস্ত কুৎসার জবাব দেবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কী নির্দেশ দলকে দেওয়া হবে, তা জানতে উৎসুক তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকরা।
Advertisement



