মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে ঘটল ট্রলারডুবির ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে এক মৎস্যজীবীর। উদ্ধার করা হয়েছে ১৬ জন মৎস্যজীবীকে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বকখালির কাছে। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছে প্রশাসন। বুধবার সকালে মৃত এক মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার হরিপুরের লালগঞ্জ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য রওনা হয় তিনটি ট্রলার। মোট ২৩ জন মৎস্যজীবী ছিল ট্রলারগুলিতে। রাতে বকখালির সমুদ্র সৈকত থেকে ৩৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মধ্যে একটি জায়গায় গিয়ে পৌঁছায় তাঁরা। জায়গাটি অগভীর বলেই খবর ছিল তাঁদের কাছে। কিন্তু জোয়ারের সময় প্রবল স্রোতে মঙ্গলচণ্ডী নামের একটি ট্রলার ১৮ জন মৎস্যজীবী সহ সমুদ্রে ডুবে যায়। প্রাণ বাঁচাতে ১৬ জন মৎস্যজীবী সাঁতার কেটে পাশের অন্য একটি ট্রলারে গিয়ে ওঠে। তবে বাকি ২ জন মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায় না।
Advertisement
তাঁদের খুঁজতে তল্লাশি করতে জলে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বুধবার তল্লাশির পর এক মৎস্যজীবীর মৃতদেহ পাওয়া যায়। ফ্রেজারগঞ্জ উপকূল থানার বিজয়বাটির মৎস্যজীবী কমল জানার(৩৭) মৃতদেহ পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ ২৭ বছরের দেবনাথ কর নামের এক মৎস্যজীবী। তাঁকে খুঁজে পেতে তল্লাশি চালানো হচ্ছে। সমুদ্রের দিকে যাওয়া ট্রলারটিকে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
Advertisement
Advertisement



