• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিঘায় প্রাণের ঝুঁকি নিয়ে মহিলাকে বাঁচালেন নুলিয়ারা

জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকে ভিড় বাড়ছে দিঘায়। মন্দির দর্শনের পাশাপাশি সমুদ্রের ধারেও ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।

জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকে ভিড় বাড়ছে দিঘায়। মন্দির দর্শনের পাশাপাশি সমুদ্রের ধারেও ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। আবহাওয়া খারাপ থাকায় শনিবার সকাল থেকেই সমুদ্র ছিল উত্তাল। সমুদ্রে নামতে গিয়ে বিপাকে পড়েন এক পর্যটক। হঠাৎই ঢেউয়ের ধাক্কায় তিনি তলিয়ে যেতে থাকেন। প্রাণের ঝুঁকি নিয়ে মহিলাকে বাঁচালেন নুলিয়ারা। দিঘা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ওই মহিলার সঙ্গীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই মহিলা সটান মাঝ সমুদ্রের দিকে এগোতে থাকেন। পর্যটকের এমন বিপদের মুহূর্তে তৎপর হন কর্তব্যরত নুলিয়ারা। জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ দিয়ে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন তাঁরা। প্রাথমিক তদন্তে অনুমান, সঙ্গীদের সঙ্গে বেড়াতে এসে তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন। আসল রহস্য খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

দিঘার মেরিনা ঘাটের কাছে সমুদ্রে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা সঙ্গীদের সঙ্গে দিঘায় ঘুরতে এসেছিলেন। তারপর সমুদ্রে তলিয়ে যেতে যেতে বেঁচে যান। তাঁর কাছে মোবাইল ফোন, টাকা-পয়সা কিছুই নেই। সঙ্গীদেরও খোঁজ নেই। তিনি কোথা থেকে এসেছেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

Advertisement