• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

তরুণীকে ধর্ষণের অভিযোগ এসএসবি জওয়ানের বিরুদ্ধে

তরুণীকে ধর্ষণের অভিযোগে এক এসএসবি জওয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকার ঘটনা।

তরুণীকে ধর্ষণের অভিযোগে এক এসএসবি জওয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকার ঘটনা। ধৃত যুবক বর্তমানে নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নে জওয়ান পদে কর্মরত। নির্যাতিতার মামাতো দিদিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতা তরুণী গুরুতর অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে খড়িবাড়ি থানার পুলিশ।

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, তরুণী ও তাঁর মা পানিট্যাঙ্কি সংলগ্ন একটি গ্রামে দাদুর বাড়িতে থাকেন। নির্যাতিতার বাবা ভিনরাজ্যে কাজ করেন। শুক্রবার সকালে তরুণীর মামাতো দিদি তাঁকে বাড়ি থেকে নিয়ে যায়। পানিট্যাঙ্কির একটি হোটেলে ওঠেন তাঁরা। অভিযোগ, ওই হোটেলেই অভিযুক্ত এসএসবি জওয়ান তরুণীকে ধর্ষণ করেন। এরপর একাই বাড়ি ফিরে আসে নির্যাতিতা। বাড়ি এসে গোটা ঘটনার কথা দিদাকে জানান তিনি।

Advertisement

পরিবারের লোকেরা গুরুতর জখম অবস্থায় তরুণীকে প্রথমে বাতাসি হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। পানিট্যাঙ্কির বিভিন্ন হোটেলে খোঁজখবর শুরু করে পুলিশ। অভিযুক্ত মামাতো দিদি গ্রেপ্তার করার পর ধর্ষকের খোঁজ শুরু করে পুলিশ। শনিবার সকালে ধর্ষককে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ।

Advertisement

Advertisement