• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রেজিস্টারে সই নিয়ে দ্বিধা স্কুলের

সুপ্রিম কোর্টের রায়দানে বাতিল চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে নতুন দ্বিধার মুখে একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।

ফাইল চিত্র

সুপ্রিম কোর্টের রায়দানে বাতিল চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে নতুন দ্বিধার মুখে একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। রায়ের নয়দিন কেটে গেলেও শিক্ষা দপ্তর কিংবা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কোনো নির্দেশিকা স্কুলে পাঠানো হয়নি। ফলে তাঁরা স্কুলে যাবেন কি যাবেন না তা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই এরপর আর স্কুলে যাননি। আবার অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রীর আশ্বাসে আগের রুটিনে ফিরেছেন। তাঁরা নিয়মিত স্কুলও যাচ্ছেন। তবে স্কুলের রেজিস্টারে খাতায় স্বাক্ষর করবেন কিনা তা নিয়ে স্কুলের প্রধান শিক্ষকদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে।

একটি সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, বেশ কয়েকটি জেলার বিদ্যালয়ে এই সমস্যা তৈরি হয়েছে। তবে শালবনী ব্লকের কলাইমুড়ি নেতাজি সুভাষ হাইস্কুলের একজন শিক্ষিকা-সহ তিনজন শিক্ষাকর্মীর চাকরি গেলেও তাঁরা স্কুলে এসেছেন ও উপস্থিত খাতায় সই করেছেন। অন্যদিকে, মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরিও বাতিল হয়েছে।

Advertisement

রায়দানের পর পর তাঁরা স্কুলে আসেননি তবে শুক্রবার অঙ্কের শিক্ষক স্কুলে এসে ক্লাস করিয়েছেন এবং উপস্থিত খাতায় স্বাক্ষর করেছেন। এই নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক মন্তব্য করে বলেছেন, নির্দেশিকা না আসায় প্রথমদিকে তাঁরা রেজিস্টারে সই নিয়ে ধন্দে ছিলেন। অনেকেরই মত, উপরমহল থেকে কোনো নির্দেশিকা না এলে স্কুলের সব কিছু আগের মতোই চালানো উচিত।

Advertisement

Advertisement