গত ২৪ শে নভেম্বর রবিবার, ইছাপুর শহরের বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টার এ অনুষ্ঠিত হল ‘Samvad’ দ্বারা আয়োজিত এক শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা। ‘Samvad’ ২১-২৩ বছর বয়সের ছেলে মেয়ে দের দ্বারা পরিচালিত একটি নব নির্মিত সংস্থা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী মলয় ঘোষ মহাশয়, অঞ্চলের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শ্রী সুকান্ত মুখার্জি মহাশয় এবং প্রমুখ।
অনুষ্ঠানের সূচনা তে সংস্থার কর্ণধার শ্রী গৌরব মুখার্জি এর কথায় এটাই স্পষ্ট যে, শাস্ত্রীয় সঙ্গীত এর দিক পাল শিল্পীদের সাথে সাথে নতুন প্রজন্ম কে তুলে ধরা সমবাদ এর লক্ষ্য।
Advertisement
প্রদীপ প্রজ্জ্বলনের এর পরের মুহূর্তেই রাজর্ষী চ্যাটার্জীর সেতারে মধুবন্তি রাগে মেতে ওঠে প্রেক্ষা গৃহ। মধ্য লয় এ রূপক এবং দ্রুত তিন তালে র ছন্দ এ তবলা সহযোগিতায় ছিলেন শ্রী অর্কদীপ দাস। পরবর্তী দৃশ্যে মৌপালী চৌধুরীর কন্ঠে ইমন রাগ দর্শকদের মধ্যে সারা ফেলে।
Advertisement
তাকে তবলা এবং হারমোনিয়াম-এ সহযোগিতা করেন যথাক্রমে বিভাস সাংহাই এবং জ্যোতির্ময় ব্যানার্জী। অনুষ্ঠানের শুভ সমাপ্তি হয় বিখ্যাত সন্তুর বাদক পণ্ডিত সন্দীপ চ্যাটার্জীর রাগ সোহিনী দিয়ে। মধ্য লয় এ ঝাপতাল এবং দ্রুত তিন তালে তবলায় তাকে সহযোগিতা করেন পণ্ডিত শুভজ্যোতি গুহ।
Advertisement



