• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই, পুলিশের জালে দুই ছিনতাইবাজ

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই। একই কায়দায় ছিনতাই ৩ বার। হন্যে হয় খুঁজছিল পুলিশ। অবশেষে পুলিশের খপ্পরে দুই ছিনতাইবাজ।

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই। একই কায়দায় ছিনতাই ৩ বার। হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে পুলিশের খপ্পরে দুই ছিনতাইবাজ। উদ্ধার চুরি যাওয়া সামগ্রী। বাজেয়াপ্ত বাইক। কল্যাণী থানার আইসি দেবাশীষ পণ্ডার নেতৃত্বে ও কল্যাণী থানার অফিসার রাজকুমার বিশ্বাসের চেষ্টায় এই সাফল্য।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি নদিয়ার কল্যাণী শহরের। এখানে অনেক মহিলারা প্রাতঃভ্রমণে বেরোন। ফাঁকা রাস্তায় কোনও বয়স্ক মহিলা প্রাতঃভ্রমণে বেরোলে, তাঁদের টার্গেট করত এই ছিনতাইবাজরা। টার্গেট নির্দিষ্ট হলেই সেই বয়স্ক মহিলাদের পিছনে বাইক নিয়ে পিছু নিত দুষ্কৃতীরা। এরপর সুযোগ বুঝে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গলার চেন বা কানের সোনার দুল নিয়ে চম্পট দিত ছিনতাইবাজরা। নম্বর প্লেটহীন বাইক নিয়ে এই ছিনতাই করত অভিযুক্তরা। এমন কাণ্ড ঘটেছে ৩ বার। এই ঘটনার অভিযোগ জমা পড়েছে কল্যাণী থানায়। অভিযোগ পেতেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে মেলে সাফল্য।

Advertisement

শুক্রবার কল্যাণী থানায় এক সাংবাদিক সম্মেলন করে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা বলেন, ‘ধৃত ২ ছিনতাইবাজের নাম, আহিদ মণ্ডলের বাড়ি আমডাঙ্গা এবং সুখেন মণ্ডলের বাড়ি হালিশহর। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। চলতি বছরের ১৯ মে থেকে ৯ জুন এর মধ্যে ৩টি চুরির ঘটনা ঘটে। ১৫ জুন ফের একই উপায়ে কল্যাণীতে ছিনতাই করতে গেলে কল্যাণী ৫-র পল্লী এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে ২টি সোনার চেন, ১টি সিটি গোল্ডের চেন উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে নম্বর প্লেটহীন ১টি বাইক।’

Advertisement

পুলিশ সূত্রে খবর, নম্বর প্লেটহীন বাইকে করেই ছিনতাই করা হত বলে অভিযোগ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কল্যাণী থানার আইসি দেবাশীষ পণ্ডা ও ডিএসপি (হেডকোয়ার্টার) মহাতাসিম আখতার। আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য কল্যাণী শহরের বেশ কিছু জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা চিন্তাভাবনা করছে কল্যাণী থানার পুলিশ।

Advertisement