অবাক করার মতো ঘটনা এখন গ্রামবাসীদের কাছে। রাস্তার রং ঘন নীল। আর তা দেখতে দুর দুরান্তের মানুষের ভিড় বাড়ছে পূর্ব বর্ধমানের ভাতারে। এখানকার বেশ কিছুটা রাস্তা তৈরি করা হয়েছে নীল রংয়ের। ভাতার সহ আশেপাশের কোন গ্রামেই এর আগে কোনদিন এ ধরনের রাস্তা তৈরি হয়নি। ফলে এলাকার মানুষের কৌতূহল তুঙ্গে।
এর আগে পূর্ব বর্ধমানের রায়না -২ ব্লকের গোপালবেড়া অঞ্চলে এ ধরনের নীল রংয়ের রাস্তা তৈরি হয়েছে। জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন আমরা যতটুকু জানি রাস্তা ঠিকঠাকই আছে। একই কথা জানিয়েছেন রায়না -২ ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন। কিন্তু ভাতার ব্লকে এই রাস্তা প্রথম। ভাতার ব্লকের সামনে বেশ কিছুটা রাস্তা এ ভাবে তৈরি করা হয়েছে। মোরাম বা কালো পিচের রাস্তা দেখতেই সকলে অভ্যস্ত। তাই গাঢ় নীল রংয়ের রাস্তা দেখে অনেকেই চমকে যাচ্ছেন। বহু দুর দুরান্তের মানুষের ভিড় জমাচ্ছেন।
Advertisement
ওই রাস্তা প্লাস্টিকের তৈরি করা হয়েছে। এতে খরচ অনেকটাই কম বলে জানানো হয়। জলনিকাশি ভালো হওয়ায় টেকসই হবার সম্ভাবনা বেশি। পরীক্ষামূলক ভাবে এই রাস্তা তৈরি হয়েছে। পর্যবেক্ষণ করা হবে। তারপর সফল হলে জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলোতে অল্প খরচে বেশি টেকসই এই রাস্তা তৈরি করা হবে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে। এলাকাবাসীদের দাবি এ ধরনের রাস্তা হলে গ্রামের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এমনিতেই পিচ রাস্তা হলে বেশিদিন টেকসই হয় না। কিছুদিন পরই খানাখন্দে ভরে যায়। সেই তুলনায় প্লাস্টিকের তৈরি নয়া প্রযুক্তিতে গ্রামের রাস্তাঘাট তৈরি হলে যাতায়াতের জন্য ভালো হবে। এমনটাই দাবি করেছেন সকলের।
Advertisement
Advertisement



