সোমবার সকালে পথ দুর্ঘটনা নদিয়ার শান্তিপুরে। আহত একাধিক বাস যাত্রী। দাঁড়িয়ে থাকা লরিতে পেছন থেকে ধাক্কা যাত্রী বোঝায় বেসরকারি বাসের। বাস যাত্রীদের অভিযোগ, বাসটি কৃষ্ণনগরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল তখনই বাসের ড্রাইভার জল খাচ্ছিলেন, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে পিছন দিক থেকে ধাক্কা মারে বাসটি। ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের বিএড কলেজের কাছে। এই পথ দুর্ঘটনায় আহত হন একাধিক বাসযাত্রী।
বেশ কিছু যাত্রীদের নিয়ে আসা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। এই দুর্ঘটনায় কারোর মাথা ফেটেছে,কারোর ফেটেছে নাক। আশঙ্কাজনক অবস্থায় ২ বাসযাত্রীকে কৃষ্ণনগরে স্থানান্তরিত করেছে শান্তিপুর হাসপাতাল। অপরদিকে বেশ কিছু যাত্রী কৃষ্ণনগর হাসপাতাল এবং রানাঘাট হাসপাতালেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই দুর্ঘটনার পরেই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক বাস এবং লরিটিকে আটক করছে শান্তিপুর থানার পুলিশ।
Advertisement
Advertisement
Advertisement



