আদালতের রায়ে চাকরি হারিয়েছেন একাধিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। পূর্ব বর্ধমান জেলার বেশিরভাগ স্কুলেই একই সমস্যা। তারই মধ্যে সরকারি শিশু শিক্ষা কেন্দ্রগুলোতেও অচলাবস্থা দেখা দিয়েছে। শিক্ষক-শিক্ষিকার অভাবে পূর্ব বর্ধমানের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধের মুখে। ফলে খুদে পড়ুয়াদের আগামীদিনে কোথায় লেখাপড়া শেখানো হবে, তা নিয়ে অভিভাবকরা চিন্তায়। এ মুহূর্তে জেলার জামালপুর ব্লকে তিনটি শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হতে চলেছে। অভিভাবকরা এনিয়ে তাঁদের আশংকার কথা জানালেন ব্লক প্রশাসনের কাছে। তবে সমস্যার সমাধান সূত্র মেলেনি বলেই জানা গেছে।
পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে রয়েছে তিনটি শিশু শিক্ষা কেন্দ্র। এই তিনটি সরকারি শিশু বিদ্যালয়ের মধ্যে দুটি বন্ধ হয়ে যাবে বলে আশংকা স্থানীয় অভিভাবকদের। ওই দুটি শিশুশিক্ষা কেন্দ্রের মধ্যে একটি হলো কানঘোসা, অপরটি ইটখোলা। দুটি কেন্দ্রেই দুই শিক্ষিকার অবসর শুধুমাত্র সময়ের অপেক্ষা। তারপর কি হবে, নতুন দিদিমনি আসবেন কিনা, এসব নিয়ে কোন খবর নেই। এমনিতেই তিনটি কেন্দ্রে পঠন পাঠন হয় না বলেই দাবি অভিভাবকদের।
Advertisement
Advertisement
Advertisement



