রেলের জমি থেকে উচ্ছেদের কথা প্রচার করতে এসে স্থানীয় বাসিন্দাদের হাতে ঘেরাও হল আরপিএফ। বুধবার দুপুরে এই ঘটনা খড়গপুরের ২৭ নং ওয়ার্ডের পুরী গেট এলাকায়।
খড়াপুরের বিশ্বরঞ্জননগর, চিত্তরঞ্জন নগর এবং সুভাষ নগর এলাকায় রেলের জায়গায় থাকা ৪৫টি বাড়ি উচ্ছেদের কথা রেল প্রশাসন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে জানায়। এরপর ওই বাড়িগুলিকে রেল প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। বুধবার দুপুরে আগামী ২ মে’র পর উচ্ছেদ শুরু হবে একথা জানিয়ে তার আগে
Advertisement
বাড়ি ফাঁকা করে দেওয়ার জন্য প্রচার গাড়ি নিয়ে এলাকায় আসে আরপিএফ। এই সময় পুরী গেটে আরপিএফ-এর গাড়ি এবং প্রচার গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দু’ঘণ্টা বিক্ষোভ চলে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, উচ্ছেদের যে নোটিশ বাড়িগুলিকে দেওয়া হয়েছে সেই নোটিশে কোনো রেল আধিকারিকের স্বাক্ষর নেই। তাছাড়া ওই জমি রেলের নয়। উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে না এলে বিক্ষোভ চলবে বলে জানিয়ে দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন আধিকারিকদের হস্তক্ষেপে বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয়।
Advertisement
Advertisement



