• facebook
  • twitter
Friday, 13 December, 2024

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু, ক্ষোভ পরিবারের

প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন পরিজনেরা। চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পরিবারের।তদন্ত কমিটি তৈরি করা হয়েছে

ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন পরিজনেরা। চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পরিবারের। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি। তদন্ত কমিটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
সোমবার খড়গপুর ২ ব্লকের  রাউৎমণি এলাকার বাসিন্দা মামনি সর্দার সিং প্রসব যন্ত্রণা  নিয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। যন্ত্রণা  বাড়লে সোমবার রাতেই ডেবরা সুপার স্পেশালিটি  হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের সহযোগিতায় অস্ত্রোপ্রচার করা হয়। মামনি এক সুস্থ কন্যা সন্তানের  জন্ম দেন। কিন্তু বাঁচানো যায়নি মামনিকে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তাঁর।
পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। অভিযুক্ত ডাক্তার ও নার্সের বিরুদ্ধে ডেবরা থানায় লিখিত অভিযোগ করা হয় পরিবারের তরফে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক  সৌম্য শংকর সারেঙ্গি বলেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রোগীর উচ্চ রক্তচাপ ছিল। সমস্ত সতর্কতা অবলম্বন করেই প্রসব করানো হয়। প্রসবের পর রোগী ভালোই ছিলেন। কিন্তু রোগীর আচমকা রক্তক্ষরণ শুরু হয়। সমস্ত ব্যবস্থা নেওয়া সত্ত্বেও রোগীকে বাঁচানো যায়নি বলে জানান চিকিৎসকেরা। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই বিষয়টি খতিয়ে দেখবে।