• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জুয়ার আসরে হানা পুলিশের, গ্রেপ্তার ৭

জুয়ার আসরে হানা নদিয়ার কল্যাণী থানা ও গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশের। গ্রেপ্তার ৭ জন, উদ্ধার প্রায় ৯ হাজার টাকা ও অন্যান্য সামগ্রী।

প্রতীকী চিত্র

জুয়ার আসরে হানা নদিয়ার কল্যাণী থানা ও গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশের। গ্রেপ্তার ৭ জন, উদ্ধার প্রায় ৯ হাজার টাকা ও অন্যান্য সামগ্রী। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কল্যানী থানার পুলিশ কল্যাণীর মাঝেরচর এলাকায় হানা দেয়। ওই এলাকা থেকে পুলিশ জুয়ার আসর থেকে ৩ জনকে পাকড়াও করে। গ্রেপ্তার করা হয় তাঁদের।

ধৃতদের কাছ থেকে প্রায় ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। অপরদিকে, গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিধানপল্লী এলাকায় জুয়ার আসরে হানা দেয়। ওই এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় ৫ হাজার টাকা উদ্ধার করে গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। ধৃত ৭ জনকেই শনিবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়।

Advertisement

Advertisement

Advertisement