• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কল্যাণী বিস্ফোরণের পর তৎপর পুলিশ, হালিসহরে উদ্ধার বাজি

শনিবার গভীর রাতে হালিসহরের তিন নম্বর ওয়ার্ডের সরকার পাড়া এলাকায় তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে প্রায় সাড়ে ৩ কুইন্ট্যাল বাজি উদ্ধার করা হয়েছে।

কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের পর তৎপর পুলিশ। বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশের বিশেষ টিম। এরই মধ্যে বড় সাফল্য পেল পুলিশ। শনিবার গভীর রাতে হালিসহরের তিন নম্বর ওয়ার্ডের সরকার পাড়া এলাকায় তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে প্রায় সাড়ে ৩ কুইন্ট্যাল বাজি উদ্ধার করা হয়েছে। এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিদ্যুৎ হালদার। বাড়ির মালিক দেবু খানের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত বিদ্যুতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় চার জনের মৃত্যু হয়। আতসবাজির আড়ালে ওই কারখানা থেকে শব্দবাজি বিক্রি করা হত বলে অভিযোগ। শব্দবাজি তৈরি করতেন মুর্শিদাবাদের দু’জন শ্রমিক। তবে সবটাই হত একটি ঘুপচি ঘরে। বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার সুপার সানি রাজ বলেন, ঘটনাস্থলে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে। কোন ধরনের বিস্ফোরক সেখানে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানের চেষ্টা হচ্ছে।

Advertisement

শনিবার দুপুরে কল্যাণীর সেই বাজি কারখানায় তদন্তে আসেন ফরেনসিকের চার বিশেষজ্ঞ। তাঁরাও পুরো ঘটনাস্থলে খুঁটিয়ে দেখেন। ঘটনাস্থল থেকে সাতটি নমুনা তাঁরা সংগ্রহ করেন। এই প্রসঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞ দেবাশিস সাহা বলেন, নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা না করা পর্যন্ত কোনও কিছু বলা সম্ভব নয়। জেলা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের (আইবি) আধিকারিকেরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

Advertisement