• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ট্রেনে উঠতে গিয়ে হাত খোয়ালেন যাত্রী, চিকিৎসা নিয়ে অভিযোগ

কিছুদিন আগে এই স্টেশনেই এক স্কুল ছাত্রী ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয়। সেই সময়ও কোন রেলের আধিকারিককে পাওয়া যায়নি বলে অভিযোগ ।

প্রতীকী চিত্র।

ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন এক যাত্রী। আর তাতেই তাঁর একটি হাত খোয়া গেল। শুক্রবার রাতে ওই যাত্রী দেবীপুর রেল স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে রেল লাইনে থেকে পড়ে যায়। গুরুতর জখম হয় ওই ব্যক্তি। এরপর অনান্য যাত্রীরা তাঁকে রেললাইন থেকে উদ্ধার করে স্টেশনে নিয়ে আসেন। দেখা যায়, তাঁর বাঁ হাতটি একপ্রকার খোয়া গেছে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই ব্যক্তি। দ্রুত স্টেশন মাস্টারকে খবর দেওয়া হয়। অভিযোগ, সেইসময় কিন্তু কোন রেল কর্মীকে পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা স্টেশনের উপর যন্ত্রণায় ছটফট করতে থাকে ওই গুরুতর জখম ব্যক্তি। এরপর ওই আহত ব্যক্তির মোবাইল ফোন থেকে এলাকার মানুষ তার বাড়িতে খবর দেয়।

জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি হুগলির পোলবা থানায় এলাকায়। ঘন্টাখানেকের মধ্যে ওই যাত্রীর বাড়ির সদস্যরা স্টেশনে হাজির হয়। যদিও তখনো পর্যন্ত এই দুর্ঘটনার পর কোনো রেল কর্মী বা আধিকারিকদের দেখা যায়নি বলেই অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, এরপর বাধ্য হয়ে এলাকার মানুষজন এবং ওই আহত ব্যক্তির বাড়ির পরিজনরা আহত ওই যাত্রীকে উদ্ধার করে রাতে আপ বর্ধমান লোকালে করে চিকিৎসার জন্য নিয়ে আসেন বর্ধমানে। আরো জানা গেছে, ওই আহত ব্যক্তি রেলেই কর্মরত ছিলেন এবং ডিউটি সেরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে এর আগেও এই দেবীপুর স্টেশনে রেলের উদাসীনতার চেহারা লক্ষ্য করা গিয়েছিলো। কিছুদিন আগে এই স্টেশনেই এক স্কুল ছাত্রী ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয়। সেই সময়ও কোন রেলের আধিকারিককে পাওয়া যায়নি বলে অভিযোগ । আর এ নিয়ে ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে।

Advertisement

Advertisement