• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ট্রেনে কাটা পড়ে মৃত্যু ৬ পুণ্যার্থীর

বুধবার মির্জাপুরের চুনার জংশনে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে শোকের ছায়া স্থানীয় এলাকায়

রেললাইন পার হতে গিয়ে বিপত্তি। ট্রেনের ধাক্কায় অন্তত ৬ জনের মৃত্যু উত্তরপ্রদেশে। ৬ জনই পুণ্যার্থী এবং মহিলা। জানা গিয়েছে, বারাণসীতে যাচ্ছিলেন তাঁরা। বুধবার মির্জাপুরের চুনার জংশনে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে শোকের ছায়া স্থানীয় এলাকায়।

শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চোপান-প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে প্ল্যাটফর্মের বদলে ওই পুণ্যার্থীরা নেমেছিলেন উল্টোদিক দিয়ে। লাইন পেরোনোর সময় এই দুর্ঘটনা ঘটে। হাওড়া-কালকা এক্সপ্রেস কিছু বুঝে ওঠার আগেই তাঁদের ধাক্কা মেরে চলে যায়। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় পুণ্যার্থীদের দেহ।

Advertisement

খবর পেয়েই প্রশাসনের স্থানীয় কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন যোগী আদিত্যনাথ। তাঁদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশও দিয়েছেন। আপাতত মৃতদের দেহগুলি উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

উত্তরপ্রদেশের মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল দুর্ঘটনায় শোকপ্রকাশ করে সমাজমাধ্যমে লিখেছেন, ‘আজ মির্জাপুর সংসদীয় আসনের চুনার রেলওয়ে স্টেশনে হৃদয়বিদারক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি জেলা কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছি যাতে ত্রাণকাজ দ্রুত করা যায়। এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যায়’। তিনি আরও লেখেন, ‘এই মর্মান্তিক সময়ে শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি ঈশ্বরের কাছে প্রয়াত আত্মার শান্তি কামনা করি।’

Advertisement