ফের হাতির হানায় আহত হলেন এক ব্যক্তি। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড় রেঞ্জের ছোটোপেলিয়া গ্রামে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম সৃজন মুর্মু (২৩)। বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ৮টা নাগাদ বাড়ির উঠোনে বসেছিলেন সৃজন মুর্মু। সে সময় গ্রামের ভেতর দিয়ে একটি হাতি যাচ্ছিল। যাওয়ার সময় হাতিটি সৃজনকে সামনে পেয়ে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছাড় মারলে গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয় মানুষজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লালগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার পর ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, লালগড় রেঞ্জ এলাকায় প্রায় ৩৫ থেকে ৪০ হাতির একটি দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাতির দলটি শুক্রবার রাতে ছোটোপেলিয়া, করমশোল, কুশমাশুলি, রাঙামেটিয়া, কামরাঙি মৌজায় তাণ্ডব চালিয়ে বিঘার পর বিঘা জমির ধান খেয়ে, পায়ে মাড়িয়ে তছনছ করেছে। স্থানীয় বাসিন্দারা হাতির দলটি দ্রুত এলাকা থেকে তাড়ানোর জন্য বন দপ্তরকে আবেদন জানিয়েছেন। যদিও বন দপ্তরের বক্তব্য, হাতিগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে ড্রাইভ করানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
Advertisement
Advertisement
Advertisement



