উত্তর প্রদেশ থেকে চারধাম যাত্রায় বেরিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন এক দল পুণ্যার্থী। বুধবার ভোরে হুগলির গুড়াপের ১৯ নম্বর জাতীয় সড়কে তাঁদের বাসটি একটি লরির পিছনে ধাক্কা মারে। এর ফলে অন্তত এক যাত্রী নিহত এবং ৩০ জন আহত হন। পুলিশ সূত্রে জানা যায়, উত্তর প্রদেশ থেকে ৫৬ জন যাত্রী নিয়ে বাসটি ঝাড়খণ্ডের দেওঘর হয়ে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা হয়েছিল। পথে গুড়াপের বশিপুর এলাকায় বাসটি একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে।
বাসের গতি বেশি থাকায় ধাক্কা মারার পর বাসটি লরিটিকে কিছুটা দূরে ঠেলে নিয়ে যায়। বাসের সামনের অংশটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং স্থানীয় কমিউনিটি হলে কিছু যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
Advertisement
ঘটনার পর স্থানীয় বিধায়ক অসীমা পাত্র ঘটনাস্থলে পৌঁছান এবং আহত যাত্রীদের সঙ্গে কথা বলেন। দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি, স্থানীয় প্রশাসনও দুর্ঘটনার কারণ তদন্ত করছে। এদিকে, দুর্ঘটনার পর বাসের চালক ও অন্যান্য কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
দুর্ঘটনার পর নিরাপত্তার কথা ভেবে আরেকটি বাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে আহত যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়। যাত্রীদের মধ্যে বেশিরভাগই উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁরা ধর্মীয় উদ্দেশ্যে গঙ্গাসাগর যাচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, বাস চালাতে চালাতে বাসের চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। সেই সময় বাসের গতি অনেকটাই বেশি ছিল। তার ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের।
Advertisement



