• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বন্যপ্রাণীর মৃত্যু রুখতে রাতভর টহলদারি

রাতেও থাকছে নজরদারির ব্যবস্থা। বনদপ্তর জানিয়েছে, কোনও গাড়ির গতিবেগ বেশি হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

৭১৭ নম্বর জাতীয় সড়কে প্রায়শই বেরিয়ে পড়ে হাতি, হরিণ, একশৃঙ্গ গণ্ডাররা। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু খবরও মেলে অহরহ। দুর্ঘটনা রুখতে বিশেষ উদ্যোগ বনদপ্তরের। মঙ্গলবার রাত থেকে নজরদারি শুরু করল বন বিভাগ।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়িতে ঘুরে টহল দিচ্ছেন লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। রাতেও থাকছে নজরদারির ব্যবস্থা। বনদপ্তর জানিয়েছে, কোনও গাড়ির গতিবেগ বেশি হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে বন্যপ্রাণীর মৃত্যু অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছে অভিজ্ঞ মহল।

Advertisement

গত রবি ও সোমবার পরপর দু’টি দুর্ঘটনা ঘটে। হরিণ ও লেপার্ডের মৃত্যুর পরই নড়েচড়ে বসেছে বনদপ্তর। লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়িতে টহল দিচ্ছেন বনকর্মীরা। পাশাপাশি রাতেও শুরু হয়েছে নজরদারি। কোনও গাড়ির গতি বেশি হলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

Advertisement