• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ধর্ষণে গ্রেপ্তার প্রতিবেশী

থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত চলছে।

প্রতীকী ছবি

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার ধুলিয়ানপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে পুলিশ। নির্যাতিতা কিশোরী জঙ্গিপুর হাসপাতালে ভর্তি রয়েছে।

জানা গিয়েছে, ধৃত যুবক পেশায় বিড়ি ব্যবসায়ী। তাঁর বাড়ির পাশেই এক কিশোরী নিজের মায়ের সঙ্গে থাকে। গত সপ্তাহে গভীর রাতে ওই যুবক কিশোরীর বাড়িতে ঢুকে তাকে তুলে নিয়ে যান। একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ভোর রাতে বাড়ি ফিরলেও কাউকে কিছু বলেনি ওই কিশোরী। রবিবার সে অসুস্থ হয়ে পড়লে খবর জানাজানি হয়। তাকে ভর্তি করা হয় জঙ্গিপুর হাসপাতালে। ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরাও।

Advertisement

জঙ্গিপুর পুলিশ জেলার এসডিপিও আমিনুল ইসলাম জানিয়েছেন, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত চলছে।

Advertisement

Advertisement