বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মিলেছে ৪ বছরের শিশুর ক্ষতবিক্ষত দেহ। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের সলপ এলাকায়। এমন নৃশংসভাবে শিশুর মৃত্যু আগে দেখেনি বলে জানিয়েছেন এলাকাবাসী। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকেই খোঁজ মিলছিল না ৪ বছরের খুদে শেখ আয়ুষের। ৯ টা নাগাদ তার স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু বাড়ির কোথাও তাকে খুঁজে না পেয়ে আশেপাশে খোঁজ শুরু করে পরিবারের লোকজন।
দুপুর নাগাদ বাড়ির থেকে মাত্র ২০০ মিটার দূরেই উদ্ধার হয় তাঁর দেহ। জানা গিয়েছে, ছোট্ট আয়ুষের শরীরে রয়েছে একাধিক ক্ষত। হাত, পা, পিঠে ছিল পোড়ার দাগ। এছাড়াও, তাঁর মুখ থেঁতলে দেওয়া হয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় ছিল। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কে এমন নৃশংসভাবে খুন করেছে এতো ছোট শিশুকে? বাড়ির কাছেই দেহ পাওয়া যাওয়ায় প্রাথমিকভাবে, পরিবারের কেউ যুক্ত থাকতে পারে বলে করা হচ্ছে।
Advertisement
তবে এই বিষয় পুলিশ এবং পরিবার কারও থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। বাড়ির এতো কাছে খুন হওয়া সত্ত্বেও কেউ শিশুর চিৎকারের শব্দ পায়নি? ধরা যাক, অন্য কোথাও খুন করে কেউ দেহ বাড়ির কাছে ফেলে রেখে গেছে। সেক্ষেত্রে দিনের আলোতেও স্থানীয় কারও চোখে বিষয়টি পড়েনি? উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।
Advertisement
Advertisement



