• facebook
  • twitter
Saturday, 14 June, 2025

জমি বিবাদে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, আহত তৃণমূল কর্মী

জমি দখলকে কেন্দ্র করে বোমাবাজি ও গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নাজিদপুর পূর্বপাড়া এলাকার ঘটনা।

জমি দখলকে কেন্দ্র করে বোমাবাজি ও গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নাজিদপুর পূর্বপাড়া এলাকার ঘটনা। গুলিবিদ্ধ হয়েছেন নাজিমুদ্দিনম শেখ ওরফে কালু নামে এক তৃণমূল কর্মী। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ রেফার করা হয়। পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতেই পুলিশ এলাকায় পৌঁছে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অনেক দিন থেকেই জমি বিবাদকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। সোমবার রাতে একগোষ্ঠীর লোকজন বোমা নিয়ে অপর গোষ্ঠীর সদস্য কালুর বাড়িতে হামলা চালায়। বোমাবাজি করার পাশাপাশি গুলিও চালানো হয়। কালুর পায়ে গুলি লাগে। আহত কালুর পরিবারের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরিহরপাড়া থানার পুলিশে জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কালু শেখ, রিপণ শেখ, মনোহর শাহ ও নজরুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।