পুলিশের ক্যাম্পে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল লালগোলায়। অভিযোগ, মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে লালগোলা থানার পুলিশ সাবির আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশের ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাকে। এরপরই পুলিশের উপর হামলা চালায় দুষ্কৃতীদের একটি দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা হাঁসুয়া ও লাঠি নিয়ে পুলিশের উপর চড়াও হয়। দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেআইনি মাদক কারবারের অভিযোগে রাধাকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে সাবির আহমেদকে আটক করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই তাকে ছিনিয়ে নিতে হামলা চালানো হয় পুলিশের ক্যাম্পে।
এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব জানান, “জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছিল, কিন্তু কিছু ব্যক্তি কর্তব্যরত পুলিশ অফিসারদের উপর হামলার চেষ্টা করে। ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।’